1 of 3

026.096

তারা তথায় কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে বলবেঃ
“They will say there in their mutual bickerings:

قَالُوا وَهُمْ فِيهَا يَخْتَصِمُونَ
Qaloo wahum feeha yakhtasimoona

YUSUFALI: “They will say there in their mutual bickerings:
PICKTHAL: And they will say, when they are quarrelling therein:
SHAKIR: They shall say while they contend therein:
KHALIFA: They will say as they feud therein,

৯৫। এবং ইবলীসের বাহিনীর সকলকেও।

৯৬। সেখানে তারা পরস্পর কলহে লিপ্ত হয়ে বলবে,

৯৭। ” আল্লার্হ‌ শপথ, আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে ছিলাম , ৩১৮৩

৩১৮৩। যারা পাপী ও আল্লাহ্‌ ব্যতীত অন্য কিছুকে উপাস্যরূপে গ্রহণ করেছিলো। তাদের সকলের সম্মুখে তাদের ভুল বা বিভ্রান্তি সুস্পষ্টরূপে প্রতিভাত হবে। তাদের আক্ষেপকেই এই আয়াতের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তারা আক্ষেপ করে বলবে যে, ” আমরা তো পৃথিবীতে স্পষ্ট বিভ্রান্তিতে ছিলাম। আমাদের এই বিভ্রান্তি পূর্বেই উপলব্ধি করা উচিত ছিলো, কারণ আল্লাহ্‌র একত্বের নিদর্শন পৃথিবীব্যপী ছড়ানো ছিলো, তার করুণাধারা, অমিয় ধারা বিশ্বচরাচরকে পরিব্যপ্ত করে রেখেছিলো , কিন্তু আমরা তা অনুধাবনে ব্যর্থ হই। হাশরের ময়দানে তাদের এই উপলব্ধি ঘটবে কারণ তাদের জ্ঞান চক্ষু উন্মীলিত হবে।