1 of 3

026.088

যে দিবসে ধন-সম্পদ ও সন্তান সন্ততি কোন উপকারে আসবে না;
“The Day whereon neither wealth nor sons will avail,

يَوْمَ لَا يَنفَعُ مَالٌ وَلَا بَنُونَ
Yawma la yanfaAAu malun wala banoona

YUSUFALI: “The Day whereon neither wealth nor sons will avail,
PICKTHAL: The day when wealth and sons avail not (any man)
SHAKIR: The day on which property will not avail, nor sons
KHALIFA: That is the day when neither money, nor children, can help.

৮৫। ” আমাকে পরম সুখের বেহেশতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত করো।”

৮৬। ” আমার পিতাকে ক্ষমা করো, নিশ্চয়ই সে পথভ্রষ্টদের একজন ছিলো। ”

৮৭। ” যেদিন সকলকে পুণরুত্থিত করা হবে , সেদিন আমাকে লাঞ্ছিত করো না ; –

৮৮। ” যেদিন ধন-সম্পদ বা সন্তান-সন্ততি কোন কাজেই আসবে না ; ৩১৮০

৩১৮০। এই আয়াতের মাধ্যমে হাশরের দিনের প্রকৃত অবস্থাকে তুলে ধরা হয়েছে। সেদিন ব্যক্তির ধন-সম্পদ, প্রভাব-প্রতিপত্তি, ক্ষমতা কোন কিছুই ব্যক্তির উপকারে আসবে না। যা উপকারে আসবে তা হচ্ছে ব্যক্তির পবিত্র হৃদয়। যে হৃদয় শুধুমাত্র আল্লাহ্‌র প্রেমে সিক্ত পাপের কালিমা মুক্ত। এই পার্থিব জগতের সেই কাজই আল্লাহ্‌র কাছে শেষ বিচারের দিনে গ্রহণযোগ্য হবে যা শুধুমাত্র আল্লাহ্‌র সন্তুষ্টির উদ্দেশ্যে নিবেদিত ছিলো। সৎ কাজের উদ্দেশ্য যদি খোদা প্রেম না হয় তবে তা হবে মূল্যহীন। পূণ্যাত্মাদের সম্মুখে বেহেশত এবং পাপীদের সম্মুখে দোযখ উম্মুক্ত হবে সেদিন। পাপ তার প্রকৃত স্বরূপে আর্বিভূত হবে। নিঃসঙ্গ , অসহায় হতাশ ও বিপর্যস্ত হয়ে পড়বে পাপীরা। শেষ বিচারের দিনে পাপীদের জন্য মুক্তির সকল পথ রুদ্ধ হয়ে যাবে।