1 of 3

042.022

আপনি কাফেরদেরকে তাদের কৃতকর্মের জন্যে ভীতসন্ত্রস্ত দেখবেন। তাদের কর্মের শাস্তি অবশ্যই তাদের উপর পতিত হবে। আর যারা মুমিন ও সৎকর্মী, তারা জান্নাতের উদ্যানে থাকবে। তারা যা চাইবে, তাই তাদের জন্যে তাদের পালনকর্তার কাছে রয়েছে। এটাই বড় পুরস্কার।
You will see (on the Day of Resurrection), the Zâlimûn (polytheists and wrong-doers, etc.) fearful of that which they have earned, and it (Allâh’s Torment) will surely befall them, while those who believe (in the Oneness of Allâh Islâmic Monotheism) and do righteous deeds (will be) in the flowering meadows of the Gardens (Paradise), having what they wish from their Lord. That is the supreme Grace, (Paradise).

تَرَى الظَّالِمِينَ مُشْفِقِينَ مِمَّا كَسَبُوا وَهُوَ وَاقِعٌ بِهِمْ وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فِي رَوْضَاتِ الْجَنَّاتِ لَهُم مَّا يَشَاؤُونَ عِندَ رَبِّهِمْ ذَلِكَ هُوَ الْفَضْلُ الكَبِيرُ
Tara alththalimeena mushfiqeena mimma kasaboo wahuwa waqiAAun bihim waallatheena amanoo waAAamiloo alssalihati fee rawdati aljannati lahum ma yashaoona AAinda rabbihim thalika huwa alfadlu alkabeeru

YUSUFALI: Thou wilt see the Wrong-doers in fear on account of what they have earned, and (the burden of) that must (necessarily) fall on them. But those who believe and work righteous deeds will be in the luxuriant meads of the Gardens: they shall have, before their Lord, all that they wish for. That will indeed be the magnificent Bounty (of Allah).
PICKTHAL: Thou seest the wrong-doers fearful of that which they have earned, and it will surely befall them, while those who believe and do good works (will be) in flowering meadows of the Gardens, having what they wish from their Lord. This is the great preferment.
SHAKIR: You will see the unjust fearing on account of what they have earned, and it must befall them; and those who believe and do good shall be in the meadows of the gardens; they shall have what they please with their Lord: that is the great grace.
KHALIFA: You will see the transgressors worried about everything they had committed; everything will come back and haunt them. As for those who believed and led a righteous life, they will be in the gardens of Paradise. They will receive whatever they wish from their Lord. This is the great blessing.

২২। তুমি পাপীদের দেখবে ভীত সন্ত্রস্ত অবস্থায় , তাদের অর্জিত [ পাপ ] কাজের দরুণ ৪৫৫৭ , এবং তাদের [পাপের বোঝা অবশ্যই ] তাদের উপরে পতিত হবে। কিন্তু যারা বিশ্বাস করে এবং সৎকাজ করে তারা থাকবে [ বেহেশতের ] বাগানের সবুজ ঘাসে ঢাকা প্রান্তরে ৪৫৫৮। তারা যা কিছু চাইবে তাদের প্রভুর নিকট তাই-ই পাবে। এটা অবশ্যই হবে [আল্লাহ্‌র পক্ষ থেকে ] জাঁকজমকপূর্ণ অনুগ্রহ ৪৫৫৮।

৪৫৫৭। পাপীদের শাস্তির প্রধান বৈশিষ্ট্য হবে তারা হবে মানসিক দিক থেকে ভীত ও সন্ত্রস্ত। তাদের পাপ কাজ তাদের বিবেককে তাড়া করে ফিরবে ফলে নৈতিক দিক থেকে তারা হবে ভীত ও সন্ত্রস্ত। পাপের ভারে তাদের অন্তরাত্মা সর্বদা উদ্বিগ্ন থাকবে। এটাই হবে কৃতকর্মের শাস্তি।

৪৫৫৮। যারা সৎকাজে জীবন অতিবাহিত করেন তাদের চিত্র আঁকা হয়েছে পাপীদের মানসিক অবস্থার বিপরীত পটভূমিতে। পূণ্যাত্মাদের মানসিক অবস্থা হবে আরাম সুখ শান্তিতে সমৃদ্ধ। ” তাদের কোনও ভয় নাই,তারা দুঃখিতওহবে না।” [ ২ : ৩৮ ]। তাঁদের আত্মা হবে পূত পবিত্র , এবং তাঁদের কোনও ইচ্ছাই আল্লাহ্‌ অপূর্ণ রাখেন না। আল্লাহ্‌র সান্নিধ্যে তারা জীবনের পরম ও চরম শান্তির আস্বাদন করবে। এই-ই হবে তাদের জীবনের চরম ও পরম পাওয়া। এর উপরে তাদের জন্য আর কিছু চাওয়ার থাকতে পারে না। কারণ মানব জীবনের সর্বোচ্চ পাওয়া হচ্ছে আল্লাহ্‌র সান্নিধ্য লাভ করা।