1 of 3

035.023

আপনি তো কেবল একজন সতর্ককারী।
You (O Muhammad SAW) are only a warner (i.e. your duty is to convey Allâh’s Message to mankind but the guidance is in Allâh’s Hand).

إِنْ أَنتَ إِلَّا نَذِيرٌ
In anta illa natheerun

YUSUFALI: Thou art no other than a warner.
PICKTHAL: Thou art but a warner.
SHAKIR: You are naught but a warner.
KHALIFA: You are no more than a warner.

২৩। তুমি তো একজন সর্তককারী মাত্র ৩৯০৬।

৩৯০৬। আল্লাহ্‌ এই আয়াতে রাসুলের [ সা ] কর্তব্যের সীমারেখা উল্লেখ করেছেন। রাসুলকে [ সা ] প্রেরণ করা হয়েছে সত্যসহ আল্লাহ্‌র বিধান প্রচারের জন্য। তিনি হবেন বিশ্ব মানবের জন্য সঠিক পথের প্রদর্শক। অনুতাপের মাধ্যমে পাপ থেকে বিরত থাকার প্রয়োজনীয়তা ,এবং পাপ পথের শেষ পরিণতি সম্বন্ধে সর্তক করাই হচেছ তার কর্তব্যের সীমারেখা। তিনি কাউকে জোর করে সত্যকে গ্রহণ করাতে পারবেন না বা আল্লাহ্‌র বাণীর প্রতি মনোযোগ আকর্ষণ করাতে পারবেন না।