030.044

যে কুফরী করে, তার কফুরের জন্যে সে-ই দায়ী এবং যে সৎকর্ম করে, তারা নিজেদের পথই শুধরে নিচ্ছে।
Whosoever disbelieves will suffer from his disbelief, and whosoever does righteous good deeds (by practising Islâmic Monotheism), then such will prepare a good place (in Paradise) for themselves (and will be saved by Allâh from His Torment).

مَن كَفَرَ فَعَلَيْهِ كُفْرُهُ وَمَنْ عَمِلَ صَالِحًا فَلِأَنفُسِهِمْ يَمْهَدُونَ
Man kafara faAAalayhi kufruhu waman AAamila salihan fali-anfusihim yamhadoona

YUSUFALI: Those who reject Faith will suffer from that rejection: and those who work righteousness will spread their couch (of repose) for themselves (in heaven):
PICKTHAL: Whoso disbelieveth must (then) bear the consequences of his disbelief, while those who do right make provision for themselves –
SHAKIR: Whoever disbelieves, he shall be responsible for his disbelief, and whoever does good, they prepare (good) for their own souls,
KHALIFA: Whoever disbelieves, disbelieves to the detriment of his own soul, while those who lead a righteous life, do so to strengthen and develop their own souls.

৪৪। যারা ঈমানকে প্রত্যাখান করে তারা প্রত্যাখানের শাস্তি ভোগ করবে। এবং যারা সৎ কাজ করে তারা তাদের [ বিশ্রামের ] শয্যা স্বর্গ পর্যন্ত [ বিস্তৃত করবে ]।

৪৫। যেনো, যারা বিশ্বাস করে এবং সৎকাজ করে তিনি নিজ অনুগ্রহে তাদের পুরষ্কৃত করতে পারেন ৩৫৬১। যারা ঈমানকে প্রত্যাখান করে তিনি তাদের ভালোবাসেন না ৩৫৬২।

৩৫৬১। যদিও পূণ্যাত্মা লোকেরা ইহকাল ও পরলোকের সুখ ও শান্তি অর্জন করে থাকে নিজস্ব চেষ্টা ও কর্মফলের মাধ্যমে , তবে এ কথা ভাবা ঠিক নয় যে তারা যা লাভ করে তা তাদের কাজের সমতুল্য পুরষ্কার। কারণ মহান আল্লাহ্‌ বহুবার আমাদের বলেছেন, যে তার দেয় পুরষ্কার ব্যক্তির যা প্রাপ্য তার থেকে বহুগুণ বেশী হবে এবং পাপের শাস্তি হবে ন্যায় বিচার অনুযায়ী যতটুকু প্রাপ্য ঠিক ততটুকুই। সুতারাং পূণ্যাত্মাদের জন্য এক বিরাট সুখবর বই কি। আল্লাহ্‌র রহমত ও অনুগ্রহ অপরিসীম।
৩৫৬২। ” তিনি কাফেরদের পছন্দ করেন না” – অর্থাৎ যারা আল্লাহ্‌র সত্যকে প্রত্যাখান করে। আল্লাহ্‌র বিধানকে জীবনে গ্রহণ করে না তারা আল্লাহ্‌র করুণা ও রহমত বঞ্চিত হয়, ” আল্লাহ্‌ তাদের ভালোবাসেন না।” প্রকৃত অর্থে এর দ্বারা বোঝানো হয়েছে যে, আল্লাহ্‌ তাদেরকেই ভালোবাসেন যারা আল্লাহ্‌র সত্যে বিশ্বাসী , তাঁর ইচ্ছার কাছে আত্মসমর্পনকারী। তাদের তিনি সীমাহীন অনুগ্রহে ধন্য করেছেন।