1 of 3

039.037

আর আল্লাহ যাকে পথপ্রদর্শন করেন, তাকে পথভ্রষ্টকারী কেউ নেই। আল্লাহ কি পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী নন?
And such as Allah doth guide there can be none to lead astray. Is not Allah Exalted in Power, (Able to enforce His Will), Lord of Retribution?

وَمَن يَهْدِ اللَّهُ فَمَا لَهُ مِن مُّضِلٍّ أَلَيْسَ اللَّهُ بِعَزِيزٍ ذِي انتِقَامٍ
Waman yahdi Allahu fama lahu min mudillin alaysa Allahu biAAazeezin thee intiqamin

YUSUFALI: And such as Allah doth guide there can be none to lead astray. Is not Allah Exalted in Power, (Able to enforce His Will), Lord of Retribution?
PICKTHAL: And he whom Allah guideth, for him there can be no misleader. Is not Allah Mighty, Able to Requite (the wrong)?
SHAKIR: And whom Allah guides, there is none that can lead him astray; is not Allah Mighty, the Lord of retribution?
KHALIFA: And whomever GOD guides, nothing can send him astray. Is GOD not Almighty, Avenger?

৩৭। এবং আল্লাহ্‌ যাকে পথ প্রদর্শন করেন,কেউই তাকে পথভ্রষ্ট করতে পারে না ৪২৯৭। আল্লাহ্‌ কি শক্তিতে পরাক্রমশালী জবরদস্ত প্রতিশোধ গ্রহণকারী নন ? ৪২৯৮

৪২৯৭। যারা আল্লাহ্‌র প্রেরিত পথ নির্দ্দেশকে দৃঢ়ভাবে জীবনের সত্য বলে গ্রহণ করে তাদের পৃথিবীর পথে পথভ্রষ্ট হওয়ার ভয় নাই। কোন ভয় , প্রলোভন, বিপদ বা বিপর্যয় তাদের বিপথগামী বা প্রতারিত করতে পারবে না।

৪২৯৮। আল্লাহ্‌ পরাক্রমশালী। তাঁর ক্ষমতা সকল দূরভিসন্ধি ও আল্লাহ্‌র বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জয়ী হবেই । পাপীর ক্ষমতা যখন সীমালংঘন করে যায়, তখন আল্লাহ্‌র ক্ষমতা তাকে ধ্বংস করে ফেলে। তিনি দন্ডবিধায়ক – তার শাস্তি থেকে কোনও ষড়যন্ত্রকারী রেহাই পাবে না।