027.025

তারা আল্লাহকে সেজদা করে না কেন, যিনি নভোমন্ডল ও ভুমন্ডলের গোপন বস্তু প্রকাশ করেন এবং জানেন যা তোমরা গোপন কর ও যা প্রকাশ কর।
Al-Lâ (this word has two interpretations) (A) [As Shaitân (Satan) has barred them from Allâh’s Way] so that they do not worship (prostrate before) Allâh, or (B) So that they may worship (prostrate before) Allâh, Who brings to light what is hidden in the heavens and the earth, and knows what you conceal and what you reveal. [Tafsir At-Tabarî, Vol. 19, Page 149]

أَلَّا يَسْجُدُوا لِلَّهِ الَّذِي يُخْرِجُ الْخَبْءَ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَيَعْلَمُ مَا تُخْفُونَ وَمَا تُعْلِنُونَ
Alla yasjudoo lillahi allathee yukhriju alkhabaa fee alssamawati waal-ardi wayaAAlamu ma tukhfoona wama tuAAlinoona

YUSUFALI: “(Kept them away from the Path), that they should not worship Allah, Who brings to light what is hidden in the heavens and the earth, and knows what ye hide and what ye reveal.
PICKTHAL: So that they worship not Allah, Who bringeth forth the hidden in the heavens and the earth, and knoweth what ye hide and what ye proclaim,
SHAKIR: That they do not make obeisance to Allah, Who brings forth what is hidden in the heavens and the earth and knows what you hide and what you make manifest:
KHALIFA: They should have been prostrating before GOD, the One who manifests all the mysteries in the heavens and the earth, and the One who knows everything you conceal and everything you declare.

২৫। ” [ নিবৃত্ত করেছে এজন্য যে ] ,তারা যেনো এবাদত না করে আল্লাহ্‌র , যিনি আকাশমন্ডলী ও পৃথিবীর লুক্কায়িত বস্তুকে প্রকাশ করেন এবং যিনি জানেন যা তোমরা গোপন কর এবং যা তোমরা প্রকাশ কর ৩২৬৭।

৩২৬৭। সাবাঈনদের মিথ্যা উপাস্যের উপাসনাকে তিন ভাবে ব্যক্ত করা হয়েছে।

১) তারা তাদের নিজেদের সাফল্যে বিমোহিত কারণ শয়তান তাদের কার্যাবলী তাদের চোখে শোভন করে দেয়। তারা সর্ব সাফল্যের জন্য আল্লাহ্‌র অনুগ্রহকে স্মরণ করতে ভুলে যায়।

২) যে জ্যোতিষ্কমন্ডলীর পূঁজা তারা করে, সে সবের অস্তিত্ব আল্লাহ্‌র অনুগ্রহের উপরে নির্ভরশীল। স্রষ্টাকে পূঁজা করতে হয়, তাঁর সৃষ্টিকে নয়, এই সহজ সত্য তারা শয়তানের প্ররোচনাতে অনুধাবনে ব্যর্থ।

৩) আল্লাহ্‌ মানুষের মনের ব্যক্ত অব্যক্ত সকল চিন্তাধারা সম্বন্ধে ওয়াকিবহাল। তারা যার প্রতি আনুগত্য প্রকাশ করে সে সম্বন্ধেও আল্লাহ্‌ ওয়াকিবহাল। আসলে তাদের আনুগত্য তাদের আত্ম পূঁজা। নিজেদের মনগড়া মিথ্যা উপাস্য তাদের নিজেদেরই সৃষ্টি। নিজের সৃষ্টির পূঁজার মাধ্যমে তারা আত্মপূঁজাতেই আত্মনিমগ্ন থাকে। স্রষ্টাকে ভয় পায়। কারণ তিনি সব কিছু জানেন। তাদের অন্তরের গোপন পাপের খবরও তিনি জ্ঞাত।