028.049

বলুন, তোমরা সত্যবাদী হলে এখন আল্লাহর কাছ থেকে কোন কিতাব আন, যা এতদুভয় থেকে উত্তম পথপ্রদর্শক হয়। আমি সেই কিতাব অনুসরণ করব।
Say (to them, O Muhammad SAW): ”Then bring a Book from Allâh, which is a better guide than these two [the Taurât (Torah) and the Qur’ân], that I may follow it, if you are truthful.”

قُلْ فَأْتُوا بِكِتَابٍ مِّنْ عِندِ اللَّهِ هُوَ أَهْدَى مِنْهُمَا أَتَّبِعْهُ إِن كُنتُمْ صَادِقِينَ
Qul fa/too bikitabin min AAindi Allahi huwa ahda minhuma attabiAAhu in kuntum sadiqeena

YUSUFALI: Say: “Then bring ye a Book from Allah, which is a better guide than either of them, that I may follow it! (do), if ye are truthful!”
PICKTHAL: Say (unto them, O Muhammad): Then bring a scripture from the presence of Allah that giveth clearer guidance than these two (that) I may follow it, if ye are truthful.
SHAKIR: Say: Then bring some (other) book from Allah which is a better guide than both of them, (that) I may follow it, if you are truthful.
KHALIFA: Say, “Then produce a scripture from GOD with better guidance than the two, so I can follow it, if you are truthful.”

৪৯। বল, ” তবে তোমরা আল্লাহ্‌র নিকট থেকে এমন এক কিতাব আন যা হবে এই উভয় [ তাওরাত ও কুর-আন ] কিতাব অপেক্ষা শ্রেষ্ঠ পথ প্রদর্শক, যেন আমি তা অনুসরণ করতে পারি। যদি তোমরা সত্যবাদী হও [তবে তা কর ]।”

৫০। কিন্তু যদি তারা তোমার কথা না শোনে ৩৩৮৩, তবে জেনে রাখ , তারা শুধু তাদের নিজ প্রবৃ্ত্তির অনুসরণ করে থাকে। আল্লাহ্‌র পথ-নির্দ্দেশ ত্যাগ করে যে তার নিজ প্রবৃত্তির অনুসরণ করে তার থেকে বেশী পথভ্রষ্ট আর কে আছে ? যারা পাপে আসক্ত আল্লাহ্‌ তাদের পথ দেখান না।

৩৩৮৩। কোরেশদের প্রতি আল্লাহ্‌ প্রতিদ্বন্দ্বিতা আহ্বান করেছেন যদি ক্ষমতা থাকে, তবে তারা কোরাণ বা তাওরাতের থেকে অধিক ভালো কিছু সৃষ্টি করুক। আল্লাহ্‌র প্রত্যাদেশে পাপ ও পূণ্যের পার্থক্য, পার্থিব জীবন পরিচালনার সঠিক নির্দ্দেশ যে ভাবে দান করা হয়েছে, যে নৈতিক মূল্যবোধ সর্বযুগের সর্বকালের জন্য জীবন পথের পথ নির্দ্দেশনা হিসেবে বিবেচিত , তা সৃষ্টি করা কোনও মানব বা সম্প্রদায়ের জন্য সম্ভব নয়। সুতারাং কোরেশরা যে তা পারবে না সেটাই তো স্বাভাবিক। তাদের প্রত্যাখান ও অভিযোগ ছিলো বিদ্বেষ প্রসূত। তারা তো প্রকৃত পক্ষে সত্যকে জানতে চায় নাই – তারা অনুসরণ করে তাদের বিকৃত কামনা,বাসনা ও স্বার্থপরতার মানসিকতা । অনুসরণ করে, তাদের ক্ষমতা , স্বেচ্ছাচারিতা, একচ্ছত্র আধিপত্য। গরীবকে শোষণ ও তাদের অন্যায়-অত্যাচার ইত্যাদি যাতে কোনওরূপ বাধাগ্রস্থ না হয় সেটাই হচ্ছে কোরাণের শিক্ষাকে প্রত্যাখান করার মূল কারণ। যাদের মন এরূপ স্বার্থপরতা, স্বেচ্ছাচারিতায় পরিপূর্ণ তারা কিভাবে আল্লাহ্‌র হেদায়েতের আলো পেতে পারে ?