020.050

মূসা বললেনঃ আমাদের পালনকর্তা তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, অতঃপর পথপ্রদর্শন করেছেন।
[Mûsa (Moses)] said: ”Our Lord is He Who gave to each thing its form and nature, then guided it aright.”

قَالَ رَبُّنَا الَّذِي أَعْطَى كُلَّ شَيْءٍ خَلْقَهُ ثُمَّ هَدَى
Qala rabbuna allathee aAAta kulla shay-in khalqahu thumma hada

YUSUFALI: He said: “Our Lord is He Who gave to each (created) thing its form and nature, and further, gave (it) guidance.”
PICKTHAL: He said: Our Lord is He Who gave unto everything its nature, then guided it aright.
SHAKIR: He said: Our Lord is He Who gave to everything its creation, then guided it (to its goal).
KHALIFA: He said, “Our Lord is the One who granted everything its existence, and its guidance.”

৫০। সে বলেছিলো, ” আমাদের প্রভু তিনি, যিনি প্রতিটি [সৃষ্ট ] বস্তুর আকৃতি ও প্রকৃতি দান করেন, উপরন্তু [ইহাকে] পথ নির্দ্দেশ দেন ২৫৭৩। ”

২৫৭৩। হযরত মুসা ফেরাউনের সাথে ” আমার প্রভু ” এবং ” তোমার প্রভু” অথবা ” ইসরাঈলীদের প্রভু” এবং ” মিশরবাসীর প্রভু ” এই বির্তকে লিপ্ত হন নাই। তাঁর প্রতি উত্তর ছিলো সহজ সরল , মর্যাদাপূর্ণ ও দ্যুতিময়। তিনি সগর্বে ঘোষণা করেন যে তিনি ও তাঁর ভাই তাঁদের প্রভুর সেবার জন্য নিবেদিত। তাঁদের প্রভু হচ্ছেন বিশ্ব ভূবনের একমাত্র প্রভু ও প্রতিপালক। যিনি পৃথিবীর সকল বস্তুকে সৃষ্টি করেছেন। তিনি প্রত্যেক বস্তুকে তার নির্দ্দিষ্ট যোগ্য আকৃতি স্বভাব বা ধর্ম দান করে থাকেন। মানুষের স্বভাবে তিনি ” সীমিত স্বাধীন ইচ্ছাশক্তি ” দান করেছেন। এ ভাবেই মুসা নির্দ্দেশ করেন যে ফেরাউনও সেই বিশ্ববিধাতার ক্ষমতার অধীনে। মানুষের “স্বাধীন ইচ্ছাশক্তির ” সঠিক ব্যবহারের জন্য আল্লাহ্‌ যুগে যুগে নবী ও রসুলদের প্রেরণ করেছেন। তাঁরা মানুষদের হেদায়েতের পথে আহ্বান করেছেন। মুসা ও হারুনকেও এরূপ পথ নির্দ্দেশের জন্য প্রেরণ করা হয়েছে।‌ ফেরাউন কি সঠিক পথের নির্দ্দেশ অনুধাবন করবে না ও সঠিক পথে ফিরে আসবে না? “