024.030

মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।
Tell the believing men to lower their gaze (from looking at forbidden things), and protect their private parts (from illegal sexual acts, etc.). That is purer for them. Verily, Allâh is All-Aware of what they do.

قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ
Qul lilmu/mineena yaghuddoo min absarihum wayahfathoo furoojahum thalika azka lahum inna Allaha khabeerun bima yasnaAAoona

YUSUFALI: Say to the believing men that they should lower their gaze and guard their modesty: that will make for greater purity for them: And Allah is well acquainted with all that they do.
PICKTHAL: Tell the believing men to lower their gaze and be modest. That is purer for them. Lo! Allah is aware of what they do.
SHAKIR: Say to the believing men that they cast down their looks and guard their private parts; that is purer for them; surely Allah is Aware of what they do.
KHALIFA: Tell the believing men that they shall subdue their eyes (and not stare at the women), and to maintain their chastity. This is purer for them. GOD is fully Cognizant of everything they do.

৩০। [ হে মুহম্মদ (সা) ] বিশ্বাসী পুরুষদের বল, তারা যেনো আপন দৃষ্টি সংযত ও নত রেখে চলে এবং আপন লজ্জা স্থানকে সংযত রাখে ২৯৮৩। এটা তাদের জন্য বৃহত্তর পবিত্রতা এবং তারা যা করে আল্লাহ্‌ সে সম্বন্ধে সবিশেষ অবহিত।

২৯৮৩। পুরুষ ও মহিলা ঊভয়ের জন্য চরিত্রের পবিত্রতা রক্ষা করার হুকুম সমভাবে প্রযোজ্য। এই আয়াতটি শুধুমাত্র পুরুষদের জন্য প্রযোজ্য যেখানে দৃষ্টিকেও সংযত করতে বলা হয়েছে। পুরুষদের দৃষ্টির সংযম রক্ষা যে শুধুমাত্র নারীদের রক্ষা করার জন্য তা নয়, এটা পুরুষদের আধ্যাত্মিক মঙ্গলের জন্য কল্যাণকর।

মন্তব্য : অনেকের ধারণা পুরুষ মানুষের যথেচ্ছা দৃষ্টি দেয়ার অধিকার আছে। এই বোধ থেকে তাদের মানসিক অবস্থা স্বেচ্ছাচারী হয়ে ওঠে। ফলে সঠিক কাপড় চোপর পড়েও মহিলারা ও কিশোরীরা এদের অত্যাচার থেকে রেহাই পায় না। স্কুল , কলেজের অল্পবয়েসী মেয়েরা অহরহ টিট্‌কারী ও নানা অশ্লীর বাক্যবাণে আবদ্ধ হয়। এমনকি গার্মেন্টস শ্রমিকেরা নিত্যদিন নানা যন্ত্রনায় শিকার হয়। যারা আল্লাহ্‌র হুকুমকে অমান্য করে তাদের কঠোর শাস্তির প্রয়োজন। এরাই সমাজকে কলুষিত করে।