027.022

কিছুক্ষণ পড়েই হুদ এসে বলল, আপনি যা অবগত নন, আমি তা অবগত হয়েছি। আমি আপনার কাছে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি।
But the hoopoe stayed not long, he (came up and) said: ”I have grasped (the knowledge of a thing) which you have not grasped and I have come to you from Saba’ (Sheba) with true news.

فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ فَقَالَ أَحَطتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ وَجِئْتُكَ مِن سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ
Famakatha ghayra baAAeedin faqala ahattu bima lam tuhit bihi waji/tuka min saba-in binaba-in yaqeenin

YUSUFALI: But the Hoopoe tarried not far: he (came up and) said: “I have compassed (territory) which thou hast not compassed, and I have come to thee from Saba with tidings true.
PICKTHAL: But he was not long in coming, and he said: I have found out (a thing) that thou apprehendest not, and I come unto thee from Sheba with sure tidings.
SHAKIR: And he tarried not long, then said: I comprehend that which you do not comprehend and I have brought to you a sure information from Sheba.
KHALIFA: He did not wait for long. (The hoopoe) said, “I have news that you do not have. I brought to you from Sheba, some important information.

২১। ” [ অনুপস্থিত থাকার জন্য ] সে উপযুক্ত কারণ না দর্শালে আমি তাকে কঠিন শাস্তি দান করবো , অথবা প্রাণদন্ড দিব।”

২২। কিন্তু অনতিবিলম্বে হুদহুদ এসে পড়লো এবং বললো; ” আমি এমন এক রাজ্য প্রদক্ষিণ করে এসেছি যা আপনি করেন নাই, এবং আমি আপনার নিকট সাবা দেশ থেকে সত্য খবর এনেছি ৩২৬৩।

৩২৬৩। বাইবেলে উল্লেখিত নগরী সেবা ও এখানে উল্লেখিত সাবা একই নগরী। পরবর্তীতে সূরা সাবাতে [ ৩৪ : ১৫ – ২০ ] এই নগরীর নাম অনুযায়ী নামকরণ করা হয়। সাবা ইয়েমেনের একটি নগরী। সা’না থেকে তিন দিনের পদব্রজের পথ [ প্রায় ৫০ মাইল ]। একজন জার্মান প্রত্নতত্ববিদ Dr. Hans Helfritz বর্তমানে দাবী করেন যে তিনি হাদরামাউতে [ Hadhramaut ] সাবার অবস্থান সনাক্ত করতে পেরেছেন। বিখ্যাত Maarib এর বাঁধ দেশটিকে সমৃদ্ধশালী দেশে পরিণত করে, ফলে তারা উন্নত সভ্যতার সৃষ্টি করে। সুতারাং সেবার রাণী এরূপ একটি উন্নত সভ্যতা ও সমৃদ্ধশালী সম্রাজ্যের রাণী হওয়ার দরুণ স্বাভাবিক ভাবেই গর্বিত ছিলেন যতদিন না তিনি সুলাইমানের যশ ও গৌরব দর্শন করেছিলেন।