027.023

আমি এক নারীকে সাবাবাসীদের উপর রাজত্ব করতে দেখেছি। তাকে সবকিছুই দেয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে।
”I found a woman ruling over them, and she has been given all things that could be possessed by any ruler of the earth, and she has a great throne.

إِنِّي وَجَدتُّ امْرَأَةً تَمْلِكُهُمْ وَأُوتِيَتْ مِن كُلِّ شَيْءٍ وَلَهَا عَرْشٌ عَظِيمٌ
Innee wajadtu imraatan tamlikuhum waootiyat min kulli shay-in walaha AAarshun AAatheemun

YUSUFALI: “I found (there) a woman ruling over them and provided with every requisite; and she has a magnificent throne.
PICKTHAL: Lo! I found a woman ruling over them, and she hath been given (abundance) of all things, and hers is a mighty throne.
SHAKIR: Surely I found a woman ruling over them, and she has been given abundance and she has a mighty throne:
KHALIFA: “I found a woman ruling them, who is blessed with everything, and possesses a tremendous palace.

২৩। ” আমি সেখানে তাদের উপরে এক নারীকে রাজত্ব করতে দেখলাম ৩২৬৪। তাকে প্রয়োজনীয় সকল কিছুই দেয়া হয়েছে। এবং তাঁর আছে এক জঁমকালো সিংহাসন ৩২৬৫।

৩২৬৪। এই মহিলা ছিলেন সেবার রাণী বিলকিস্‌। আরব দেশে প্রথা অনুযায়ী সেবার রাণীকে বিলকিস ডাকা হতো। সেবার রাণী ইয়েমেন থেকে আগত, তবে তাঁর আবেসিনিয়ার সাথে জ্ঞাতি সম্পর্ক ছিলো। সম্ভবতঃ তিনি আবেসিনিয়াও শাসন করতেন। হাবাসা গোত্র [ Habasha ] ইয়েমেন থেকে আগত এবং হাবাসার নাম অনুসারে আবেসিনিয়ার নামকরণ করা হয়। ইয়েমেনের দক্ষিণ উপকূল এবং আবেসিনিয়ার উত্তর পূর্ব উপকূল মাত্র ২০ মাইল সংঙ্কীর্ণ প্রণালী [ Bab-al- Maudab ] দ্বারা বিভক্ত। খৃষ্টপূর্ব ১০ – ১১ শতাব্দীতে আরব থেকে ঘন ঘন আবেসিনিয়া আক্রমণ করা হতো যে সময় কাল সুলাইমানের রাজত্বকালের সাথে [ খৃষ্টপূর্ব ৯৯২ – ৯৫২ ] সামঞ্জস্য পূর্ণ। দক্ষিণ আরবে ইসলাম পূর্ব যে শিলালিপি পাওয়া যায় তার বর্ণমালার প্রভাব সাবাঈন [Sabaean] এবং হিমেয়ারাইট [ Himyarite ] বর্ণমালাতে লক্ষ্য করা যায়। এই ভাষা ইথিওপিয়ার মাধ্যমে আবেসিনিয়ার ভাষারূপে পরিচিত। আবেসিনিয়ার ঐতিহাসিক ঐতিহ্য বর্তমান”The Book of The Glory of Kings” [ Kebra Nagast ] MÖš’wU Sir E. A. Wallis Budge [Oxford 1932 ] দ্বারা ইংরেজীতে অনুবাদ করা হয়েছে। এই বইতে সেবার রাণী এবং তাঁর একমাত্র পুত্র Menyelek I যিনি আবেসিনিয়ার রাজবংশের পত্তন করেন, তার বর্ণনা আছে।

৩২৬৫। “সকল কিছু ” বাক্যটি মওলানা ইউসুফ আলীর মতে শুধুমাত্র ঐশ্বর্য,সোনা-দানা বা খাদ্য সম্ভারের প্রাচুর্য-ই নয়। এসব ব্যতীতও সেবার রাণীর রাজত্বে বিজ্ঞান ও শিল্পেরও চর্চ্চা করা হতো।