030.029

বরং যারা যে-ইনসাফ, তারা অজ্ঞানতাবশতঃ তাদের খেয়াল-খূশীর অনুসরণ করে থাকে। অতএব, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তাকে কে বোঝাবে? তাদের কোন সাহায্যকারী নেই।
Nay, but those who do wrong follow their own lusts without knowledge, Then who will guide him whom Allâh has sent astray? And for such there will be no helpers.

بَلِ اتَّبَعَ الَّذِينَ ظَلَمُوا أَهْوَاءهُم بِغَيْرِ عِلْمٍ فَمَن يَهْدِي مَنْ أَضَلَّ اللَّهُ وَمَا لَهُم مِّن نَّاصِرِينَ
Bali ittabaAAa allatheena thalamoo ahwaahum bighayri AAilmin faman yahdee man adalla Allahu wama lahum min nasireena

YUSUFALI: Nay, the wrong-doers (merely) follow their own lusts, being devoid of knowledge. But who will guide those whom Allah leaves astray? To them there will be no helpers.
PICKTHAL: Nay, but those who do wrong follow their own lusts without knowledge. Who is able to guide him whom Allah hath sent astray? For such there are no helpers.
SHAKIR: Nay! those who are unjust follow their low desires without any knowledge; so who can guide him whom Allah makes err? And they shall have no helpers.
KHALIFA: Indeed, the transgressors have followed their own opinions, without knowledge. Who then can guide those who have been sent astray by GOD? No one can ever help them.

২৯। বরং পাপীরা জ্ঞানবর্জিত হয়ে [ শুধুমাত্র ] তাদের প্রবৃত্তিরই অনুসরণ করে থাকে। আল্লাহ্‌ যাকে বিপথে ত্যাগ করেন কে তাকে সৎ পথ দেখাবে ? ৩৫৩৯। তাদের জন্য কোন সাহায্যকারী নাই।

৩৫৩৯। তারাই ‘সীমালঙ্ঘনকারী’ যারা জেনে শুনে সজ্ঞানে ইচ্ছাকৃত ভাবে আল্লাহ্‌র পথ নির্দ্দেশকে প্রত্যাখান করে এবং আল্লাহ্‌র আইন বা বিধানকে অস্বীকার করে। ফলে তারা আল্লাহ্‌র দয়া ও করুণা থেকে বিচ্যুত হয়। এভাবেই তারা আত্মিক উন্নতি থেকে বঞ্চিত হয়। কারণ একমাত্র আল্লাহ্‌র করুণা ও দয়া-ই আমাদের আধ্যাত্মিক জগতের সন্ধান দেয় ও সাফল্য আনায়ন করে এবং ব্যক্তিকে আধ্যাত্মিক জ্ঞানে ধন্য করে। আধ্যাত্মিক জগতের সন্ধান একমাত্র পরম করুণাময়ের সাহায্য ব্যতীত লাভ করা সম্ভব নয়। যারা পাপী ও সীমালঙ্ঘনকারী, তাদের জন্য আল্লাহ্‌র এই রহমতের পথ রুদ্ধ হয়ে যায়। কারণ তাদের “সীমিত স্বাধীন ইচ্ছাশক্তি ” যা মানুষকে আল্লাহ্‌ দান করেছেন, তার অপব্যবহারের ফলে তারা আল্লাহ্‌র করুণার পথ স্বহস্তে বন্ধ করে দেয়। ফলে তাদের আত্মিক উন্নতির পথ রুদ্ধ হয়ে যায়। এরূপ ক্ষেত্রে , ” কে তাকে সৎপথে পরিচালিত করবে ? “