1 of 3

039.069

পৃথিবী তার পালনকর্তার নূরে উদ্ভাসিত হবে, আমলনামা স্থাপন করা হবে, পয়গম্বরগণ ও সাক্ষীগণকে আনা হবে এবং সকলের মধ্যে ন্যায় বিচার করা হবে-তাদের প্রতি জুলুম করা হবে না।
And the Earth will shine with the Glory of its Lord: the Record (of Deeds) will be placed (open); the prophets and the witnesses will be brought forward and a just decision pronounced between them; and they will not be wronged (in the least).

وَأَشْرَقَتِ الْأَرْضُ بِنُورِ رَبِّهَا وَوُضِعَ الْكِتَابُ وَجِيءَ بِالنَّبِيِّينَ وَالشُّهَدَاء وَقُضِيَ بَيْنَهُم بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُونَ
Waashraqati al-ardu binoori rabbiha wawudiAAa alkitabu wajee-a bialnnabiyyeena waalshshuhada-i waqudiya baynahum bialhaqqi wahum la yuthlamoona

YUSUFALI: And the Earth will shine with the Glory of its Lord: the Record (of Deeds) will be placed (open); the prophets and the witnesses will be brought forward and a just decision pronounced between them; and they will not be wronged (in the least).
PICKTHAL: And the earth shineth with the light of her Lord, and the Book is set up, and the prophets and the witnesses are brought, and it is judged between them with truth, and they are not wronged.
SHAKIR: And the earth shall beam with the light of its Lord, and the Book shall be laid down, and the prophets and the witnesses shall be brought up, and judgment shall be given between them with justice, and they shall not be dealt with unjustly.
KHALIFA: Then the earth will shine with the light of its Lord. The record will be proclaimed, and the prophets and the witnesses will be brought forth. Everyone will then be judged equitably, without the least injustice.

৬৯। এবং বিশ্বভূবন উহার প্রতিপালকের জ্যোতিতে উদ্ভাসিত হবে, ৪৩৪৪। আমলনামা খুলে রাখা হবে। নবীদের ও সাক্ষীদের উপস্থিত করা হবে, এবং সকলের মধ্যে ন্যায় বিচার করা হবে ৪৩৪৫। এবং তাদের প্রতি সামান্য [ পরিমাণও ] অন্যায় করা হবে না।

৪৩৪৪। কেয়ামতের পর নূতন পৃথিবী সৃষ্টি করা হবে নূতন মাত্রাতে। যার সব কিছু সম্পূর্ণ ভিন্ন হবে এই পৃথিবী থেকে। সেখানে কোনও অন্যায়, অবিচার ,পাপের অন্ধকার থাকবে না। নিখিল-বিশ্ব আল্লাহ্‌র একত্বের আলোতে উদ্ভাসিত হয়ে উঠবে। আল্লাহ্‌ মহামান্বিত। আল্লাহ্‌র সত্বা সর্ব কিছুকে বেষ্টন করে থাকবে – সত্যের আলোয় জগৎ সংসার উদ্ভাসিত হবে। যত মিথ্যা , পাপ , মিথ্যা ভনিতা, দৃষ্টিবিভ্রম সব কিছু অদৃশ্য হয়ে যাবে। সব কিছুর প্রকৃত রূপ প্রতিভাত হবে।

৪৩৪৫। শেষ বিচার দিবসের পটভূমির দৃশ্য এখানে বর্ণনা করা হয়েছে। আল্লাহ্‌র সিংহাসনের সামনে সকল মানুষ সমবেত হবে। প্রত্যেকের সম্মুখে তাদের আমলনামা খোলা থাকবে – যা পৃথিবীতে তাদের খুঁটিনাটি কার্যবিবরণ। কাজের উদ্দেশ্য বা নিয়ত , পরিবেশ, সকল কিছুর খুঁটিনাটি বিবরণ সেখানে প্রতিভাত হবে। নবী , রসুল ,সত্যের প্রচারক , শহীদগণ যারা সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন সকলকে সেই বিচার সভায় উপস্থিত করা হবে সাক্ষী হিসেবে। বিচারের রায় হবে সর্বোচ্চ ন্যায়। কারণ যিনি বিচারক তিনি শুধু যে ন্যায় বিচারক তাই-ই নয়, তিনি সকলের কাজের উদ্দেশ্য ,পরিবেশ ,সকল খুঁটিনাটি ঘটনা জ্ঞাত, যা সাধারণ মানুষ ভুলে যায়। আল্লাহ্‌র জ্ঞান ও প্রজ্ঞা, ছোট , বড় সকল কিছুকেই মূল্যায়ন করবে।