020.107

তুমি তাতে মোড় ও টিলা দেখবে না।
”You will see therein nothing crooked or curved.”

لَا تَرَى فِيهَا عِوَجًا وَلَا أَمْتًا
La tara feeha AAiwajan wala amtan

YUSUFALI: “Nothing crooked or curved wilt thou see in their place.”
PICKTHAL: Wherein thou seest neither curve nor ruggedness.
SHAKIR: You shall not see therein any crookedness or unevenness.
KHALIFA: “Not even the slightest hill will you see therein, nor a dip.”

১০৬। তিনি উহাদের মসৃণ সমতল ভূমিতে পরিণত করবেন।

১০৭। কোন বক্রতা বা উচ্চতা দেখতে পাবে না।

১০৮। সেদিন তারা আহ্বানকারীকে [ সোজা ] অনুসরণ করবে ২৬৩২। কোন বক্রতাই তার মাঝে থাকবে না। পরম করুণাময় [আল্লাহ্‌র ] সম্মুখে সকল শব্দ বিনম্র হয়ে যাবে ২৬৩৩। সুতারাং মৃদু পদধ্বনি ব্যতীত তুমি কিছুই শুনবে না।

২৬৩২। ” আহ্বানকারী” অর্থাৎ ফেরেশতারা আহ্বান করবে এবং সকল আত্মাকে তাদের অনুসরণ করতে হবে।

২৬৩৩। এই আয়াতগুলির মাধ্যমে হাশরের ময়দানের এক অনবদ্য দৃশ্যকে তুলে ধরা হয়েছে। প্রথমে শিঙ্গা ফুৎকারের এক বিরাট বিস্ফোরণের শব্দ , তারপর মৃদু ডাক শোনা যাবে ” জাগো”। নিঃশব্দতা সমগ্র বিশ্বচরাচরকে গ্রাস করবে। শুধুমাত্র অনুসরণকারীদের মৃদু পদশব্দ ব্যতীত আর কিছুই শ্রুতিগোচর হবে না।