1 of 3

028.065

যে দিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, তোমরা রসূলগণকে কি জওয়াব দিয়েছিলে?
And (remember) the Day (Allâh) will call to them, and say: ”What answer gave you to the Messengers?”

وَيَوْمَ يُنَادِيهِمْ فَيَقُولُ مَاذَا أَجَبْتُمُ الْمُرْسَلِينَ
Wayawma yunadeehim fayaqoolu matha ajabtumu almursaleena

YUSUFALI: That Day (Allah) will call to them, and say: “What was the answer ye gave to the messengers?”
PICKTHAL: And on the Day when He will call unto them and say: What answer gave ye to the messengers?
SHAKIR: And on the day when He shall call them and say: What was the answer you gave to the messengers?
KHALIFA: On that day, He will ask everyone, “How did you respond to the messengers?”

৬৪। [ তাদেরকে ] বলা হবে, ” [ সাহায্যের জন্য ] তোমাদের শরীকদের ডাক।” তারা উহাদের ডাকবে , কিন্তু উহারা তাদের ডাকে সাড়া দেবে না। তারা [ তাদের সম্মুখে ] শাস্তিকে প্রত্যক্ষ করবে। [ তারা কত ব্যাকুলভাবে চাইবে যে ] “যদি তারা সৎপথের উপরে প্রতিষ্ঠিত থাকতো।”

৬৫। সেদিন আল্লাহ্‌ তাদের ডেকে বলবেন, ৩৩৯৫ ” রাসুলদের তোমরা কি উত্তর দিয়েছিলে ? ”

৩৩৯৫। যারা পৃথিবীতে আল্লাহ্‌র নবীদের শিক্ষাকে প্রত্যাখান করেছিলো, তাদের হত্যা করেছিলো , তাদের বিচার যে ভাবে শুরু হবে তারই বর্ণনা আছে এই আয়াতে। [ ২৮ : ৬২ – ৬৪ ] আয়াতে যাদের কথা বলা হয়েছে এরা তারাই তবে এখানে তাদের বিরুদ্ধে অন্য আর এক অভিযোগ উত্থাপন করা হয়েছে।