1 of 3

042.049

নভোমন্ডল ও ভূমন্ডলের রাজত্ব আল্লাহ তা’আলারই। তিনি যা ইচ্ছা, সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা-সন্তান এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন।
To Allâh belongs the kingdom of the heavens and the earth. He creates what He wills. He bestows female (offspring) upon whom He wills, and bestows male (offspring) upon whom He wills.

لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَخْلُقُ مَا يَشَاء يَهَبُ لِمَنْ يَشَاء إِنَاثًا وَيَهَبُ لِمَن يَشَاء الذُّكُورَ
Lillahi mulku alssamawati waal-ardi yakhluqu ma yashao yahabu liman yashao inathan wayahabu liman yashao alththukoora

YUSUFALI: To Allah belongs the dominion of the heavens and the earth. He creates what He wills (and plans). He bestows (children) male or female according to His Will (and Plan),
PICKTHAL: Unto Allah belongeth the Sovereignty of the heavens and the earth. He createth what He will. He bestoweth female (offspring) upon whom He will, and bestoweth male (offspring) upon whom He will;
SHAKIR: Allah’s is the kingdom of the heavens and the earth; He creates what He pleases; He grants to whom He pleases daughters and grants to whom He pleases sons.
KHALIFA: To GOD belongs the sovereignty of the heavens and the earth. He creates whatever He wills, granting daughters to whomever He wills, and granting sons to whomever He wills.

৪৯। আকাশমন্ডলী ও পৃথিবীর আধিপত্য আল্লাহ্‌র-ই। তিনি যা ইচ্ছা[ ও পরিকল্পনা ] করেন তা সৃষ্টি করেন ৪৫৯৫। তাঁর ইচ্ছা [ ও পরিকল্পনা ] অনুযায়ী কন্যা সন্তান ও পুত্র সন্তান দান করে থাকেন।

৪৫৯৫। [ ১২ : ৪৯-৫০ ] নং আয়াতে আল্লাহ্‌র সৃজন ক্ষমতাকে খুব সাধারণ ভাবে বর্ণনা করা হয়েছে যা অন্তর্নিহিত জ্ঞানে সমৃদ্ধ। আল্লাহ্‌র সৃষ্টিধর্মী ক্ষমতা, জ্ঞান ও প্রজ্ঞায় পরিপূর্ণ যা এক নির্দ্দিষ্ট উদ্দেশ্যের সাথে সমন্বিত ; যেখানে মানুষের জ্ঞান সঙ্কীর্ণ, মানুষ অন্ধের ন্যায় জ্ঞানের পিছনে হাতড়িয়ে বেড়ায় , প্রজ্ঞায় ও দূরদৃষ্টিতে সে পরিপূর্ণ নয়। এই আয়াতে যৌনতা এবং পিতৃ ও মাতৃত্বের রহস্যের উপরে ভিন্ন আঙ্গিকে আলোকপাত করা হয়েছে।সন্তানের প্রশ্নে মানুষের ধ্যানধারণা নিজস্ব অধিকারের উপরে আবর্তিত হয়। মানুষ মনে করে সেই তাদের স্রষ্টা। প্রকৃত পক্ষে মানুষ আল্লাহ্‌র সৃষ্টি প্রক্রিয়াকে সমুন্নত রাখার একটি মাধ্যম বই আর কিছু নয়। জনসংখ্যার বৃদ্ধি, নারী ও পুরুষের সংখ্যার মধ্যে সমতা বিধান ইত্যাদির মাধ্যমে সামাজিক ও নৈতিক ভারসাম্য রক্ষা এ সবই সেই বিশ্বস্রষ্টার পরিকল্পনা। পিতা-মাতা মানব সৃষ্টির বাহ্যিক মাধ্যম হয়ে থাকে মাত্র। বিশ্ব সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্য স্রষ্টা কাউকে পুত্র কাউকে কন্যা সন্তান বা পুত্র কন্যা বা কাউকে বন্ধ্যা করে রাখেন। মানুষের বিজ্ঞানের জ্ঞান সৃষ্টির এই অপার রহস্যের অর্ন্তনিহিত জ্ঞানের সন্ধান দিতে অক্ষম। আল্লাহ্‌ সৃষ্টি করেছেন এক বিশেষ উদ্দেশ্যের প্রতি নিবেদিত করে। আল্লাহ্‌র পরিকল্পনা বাস্তবায়িত করার ক্ষমতা আল্লাহ্‌র আছে।