1 of 3

039.055

তোমাদের প্রতি অবতীর্ণ উত্তম বিষয়ের অনুসরণ কর তোমাদের কাছে অতর্কিতে ও অজ্ঞাতসারে আযাব আসার পূর্বে,
“And follow the best of (the courses) revealed to you from your Lord, before the Penalty comes on you – of a sudden while ye perceive not!-

وَاتَّبِعُوا أَحْسَنَ مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَكُمُ العَذَابُ بَغْتَةً وَأَنتُمْ لَا تَشْعُرُونَ
WaittabiAAoo ahsana ma onzila ilaykum min rabbikum min qabli an ya/tiyakumu alAAathabu baghtatan waantum la tashAAuroona

YUSUFALI: “And follow the best of (the courses) revealed to you from your Lord, before the Penalty comes on you – of a sudden while ye perceive not!-
PICKTHAL: And follow the better (guidance) of that which is revealed unto you from your Lord, before the doom cometh on you suddenly when ye know not,
SHAKIR: And follow the best that has been revealed to you from your Lord before there comes to you the punishment all of a sudden while you do not even perceive;
KHALIFA: And follow the best path that is pointed out for you by your Lord, before the retribution overtakes you suddenly when you least expect it.

৫৫। আর হঠাৎ তোমাদের অজ্ঞাতসারে তোমাদের উপর শাস্তি পতিত হওয়ার পূর্বেই তোমাদের প্রভুর নিকট থেকে তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে সেই উত্তম [ কিতাবের ] অনুসরণ কর ৪৩২৬।

৪৩২৬। দেখুন আয়াত [ ৩৯ : ১৮ ] ও টিকা ৪২৬৯। আল্লাহ্‌র হুকুম সমূহ, সবল দুর্বল সকলের জন্য প্রযোজ্য। আল্লাহ্‌ তাঁর বান্দাদের নিকট নিঃশর্ত আত্মসমর্পন দাবী করেন। তারা যেনো তাদের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে আল্লাহ্‌র বিশ্বজনীন ইচ্ছার কাছে আত্মসমর্পন করে থাকে। আল্লাহ্‌র বিশ্বজনীন ইচ্ছার বাস্তব রূপ দানে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাকে আল্লাহ্‌ তাঁর করুণায় বিধৌত করবেন। আমরা আমাদের সাধ্য অনুযায়ী সর্বান্তকরণে চেষ্টা করে যাবো আল্লাহ্‌র হুকুম মানার জন্য। হয়তো তাতে অনেক ত্রুটি বিচ্যুতি রয়ে যাবে , কিন্তু আমাদের উদ্দেশ্য যেনো হয় আল্লাহ্‌র ইচ্ছার অনুসরণ , তা হলেই আল্লাহ্‌র মঙ্গল হস্ত আমাদের ঘিরে থাকবে। আল্লাহ্‌র সাহায্য আমরা লাভ করবো। এ কথা মনে রাখতে হবে যে আল্লাহ্‌র হুকুম অনুযায়ী কাজ করতে হবে এই পৃথিবীর জীবনেই। এই নশ্বর দেহ ত্যাগ করার পূর্বেই। কারণ মৃত্যু যখন নশ্বর দেহকে ধ্বংস করে , তখন পার্থিব কোনও কাজের ক্ষমতা আত্মার থাকবে না। আত্মা তখন ভালো মন্দ সকল কাজের উর্দ্ধে চলে যাবে। সুতরাং মৃত্যুর পূর্বেই আল্লাহ্‌র হুকুম সমূহ বুঝে নিতে চেষ্টা করতে হবে ; হৃদয় , মন দিয়ে আন্তরিকভাবে অনুভব করতে হবে। এ ব্যাপারে এক মূহুর্তও দেরী করা উচিত নয়। কারণ হয়তো বা মৃত্যু অতি সন্নিকটে। ” সেই উত্তম কিতাব ” কথাটি দ্বারা কোরাণকে বোঝানো হয়েছে। সমগ্র কোরাণই উত্তম।