1 of 3

039.043

তারা কি আল্লাহ ব্যতীত সুপারিশকারী গ্রহণ করেছে? বলুন, তাদের কোন এখতিয়ার না থাকলেও এবং তারা না বুঝলেও?
What! Do they take for intercessors others besides Allah. Say: “Even if they have no power whatever and no intelligence?”

أَمِ اتَّخَذُوا مِن دُونِ اللَّهِ شُفَعَاء قُلْ أَوَلَوْ كَانُوا لَا يَمْلِكُونَ شَيْئًا وَلَا يَعْقِلُونَ
Ami ittakhathoo min dooni Allahi shufaAAaa qul awa law kanoo la yamlikoona shay-an wala yaAAqiloona

YUSUFALI: What! Do they take for intercessors others besides Allah? Say: “Even if they have no power whatever and no intelligence?”
PICKTHAL: Or choose they intercessors other than Allah? Say: What! Even though they have power over nothing and have no intelligence?
SHAKIR: Or have they taken intercessors besides Allah? Say: what! even though they did not ever have control over anything, nor do they understand.
KHALIFA: Have they invented intercessors to mediate between them and GOD? Say, “What if they do not possess any power, nor understanding?”

৪৩। তবে কি ওরা আল্লাহ্‌ ব্যতীত অন্য সুপারিশকারী ধরেছে ? ৪৩১০। বল, ” ওদের কোন ক্ষমতা না থাকলেও এবং কোন বুদ্ধি না থাকলেও ? ”

৪৩১০। আল্লাহ্‌ ব্যতীত অন্য কিছুর ক্ষমতার উপরে মানুষ বিশ্বাস স্থাপন করবে না। কারণ আল্লাহ্‌ ব্যতীত আর কারও সাহায্য করার ক্ষমতা নাই। যদি তারা প্রতিমা বা মূর্তির পূঁজা করে তবে তারা হচ্ছে প্রাণহীন। তাদের কোন ক্ষমতাই নাই , এমন কি নবী রসুল এবং পূণ্যাত্মা ব্যক্তিরাও সুপারিশ করার ক্ষমতা রাখেন না, যদি না আল্লাহ্‌ তাদের সে ক্ষমতা দান করেন। দেখুন পরবর্তী টিকা।