1 of 3

036.004

সরল পথে প্রতিষ্ঠিত।
On a Straight Way.

عَلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ
AAala siratin mustaqeemin

YUSUFALI: On a Straight Way.
PICKTHAL: On a straight path,
SHAKIR: On a right way.
KHALIFA: On a straight path.

০৩। অবশ্যই তুমি রাসুলদের মধ্যে একজন

০৪। সরল পথে রয়েছ।

০৫। মহাশক্তিমান দয়াময় [আল্লাহ্‌ ] এই প্রত্যাদেশ প্রেরণ করেছেন , – ৩৯৪৫

৩৯৪৫। কোরাণের দুটি বৈশিষ্ট্য এই আয়াতের মাধ্যমে তুলে ধরা হয়েছে ; যার মাধ্যমে আল্লাহ্‌র ধারণা হৃদয়ে ধারণ করা অনেক সহজ হবে। আধ্যাত্মিক জগতকে উজ্জীবিত করার বিশেষ শক্তি ও ক্ষমতা কোরাণের আছে। কারণ কোরাণ হচেছ আল্লাহ্‌র বাণী। আল্লাহ্‌ শক্তিতে পরাক্রমশালী এবং তাঁর ইচ্ছাকে কার্যকর করতে সক্ষম। দ্বিতীয়ত কোরাণ মানুষের জন্য রহমত স্বরূপ ; কারণ আল্লাহ্‌ তো সর্বাপেক্ষা করুণাময় ও দয়ালু। এ সব বৈশিষ্ট্য প্রমাণ করে যে, কোরাণ আল্লাহ্‌র নিকট থেকে আগত।