1 of 3

027.076

এই কোরআন বণী ইসরাঈল যেসব বিষয়ে মতবিরোধ করে, তার অধিকাংশ তাদের কাছে বর্ণনা করে।
Verily, this Qur’ân narrates to the Children of Israel most of that about which they differ.

إِنَّ هَذَا الْقُرْآنَ يَقُصُّ عَلَى بَنِي إِسْرَائِيلَ أَكْثَرَ الَّذِي هُمْ فِيهِ يَخْتَلِفُونَ
Inna hatha alqur-ana yaqussu AAala banee isra-eela akthara allathee hum feehi yakhtalifoona

YUSUFALI: Verily this Qur’an doth explain to the Children of Israel most of the matters in which they disagree.
PICKTHAL: Lo! this Qur’an narrateth unto the Children of Israel most of that concerning which they differ.
SHAKIR: Surely this Quran declares to the children of Israel most of what they differ in.
KHALIFA: This Quran settles many issues for the Children of Israel; issues that they are still disputing.

৭৬। বনী ইসরাঈলীরা যে সমস্ত বিষয়ে মতভেদ করে থাকে, নিশ্চয়ই এই কুর-আন তা ব্যাখ্যা করে থাকে ৩৩০৯।

৭৭। যারা ঈমান আনে , ইহা তাদের জন্য অবশ্যই পথের নিশানা এবং [আল্লাহ্‌র ] অনুগ্রহ।

৩৩০৯। ইহুদীদের মাঝে ধর্মের ব্যাপারে বহু দল ও উপদল বিদ্যমান। এসব দল ও উপদল পরস্পর পরস্পরের সাথে বিবাদমান। তাদের বিভিন্ন মতবাদের যুক্তি ও কূটর্তকের সমাধান করেছে আল্‌-কোরাণ। কোরাণের মাধ্যমে মুসার আইনের সম্পূর্ণতা আনায়ন করা হয়েছে।
কোরাণ বিশদভাবে ব্যাখ্যা করে আল্লাহ্‌র বিভিন্ন গুণাবলী সম্বন্ধে, প্রত্যাদেশের প্রকৃত রূপ এবং পরলোক সম্বন্ধে মতবাদকে।