1 of 3

030.053

আপনি অন্ধদেরও তাদের পথভ্রষ্টতা থেকে পথ দেখাতে পারবেন না। আপনি কেবল তাদেরই শোনাতে পারবেন, যারা আমার আয়াতসমূহে বিশ্বাস করে। কারন তারা মুসলমান।
And you (O Muhammad SAW) cannot guide the blind from their straying; you can make to hear only those who believe in Our Ayât (proofs, evidences, verses, lessons, signs, revelations, etc.), and have submitted to Allâh in Islâm (as Muslims).

وَمَا أَنتَ بِهَادِي الْعُمْيِ عَن ضَلَالَتِهِمْ إِن تُسْمِعُ إِلَّا مَن يُؤْمِنُ بِآيَاتِنَا فَهُم مُّسْلِمُونَ
Wama anta bihadi alAAumyi AAan dalalatihim in tusmiAAu illa man yu/minu bi-ayatina fahum muslimoona

YUSUFALI: Nor canst thou lead back the blind from their straying: only those wilt thou make to hear, who believe in Our signs and submit (their wills in Islam).
PICKTHAL: Nor canst thou guide the blind out of their error. Thou canst make none to hear save those who believe in Our revelations so that they surrender (unto Him).
SHAKIR: Nor can you lead away the blind out of their error. You cannot make to hear any but those who believe in Our communications so they shall submit.
KHALIFA: Nor can you guide the blind out of their straying. You can only be heard by those who believe in our revelations, and decide to become submitters.

৫৩। আর তুমি অন্ধদেরও বিপথ থেকে পথে আনতে পারবে না ৩৫৭১। শুধুমাত্র তাদেরকেই শোনাতে পারবে, যারা আমার নিদর্শনে বিশ্বাস করে এবং [ ইসলামে ] আত্মসমর্পন করে।

৩৫৭১। উপরের টিকা দেখুন। যে চক্ষুহীন , অন্ধ, তার পক্ষে প্রকৃতির অপূর্ব দৃশ্যাবলী অবলোকন করা যেরূপ অসম্ভব ব্যাপার, ঠিক সেরূপ হচ্ছে তাদের অবস্থা যারা পাপ কাজের মাঝে আনন্দ খুঁজে পায়। এ সব ব্যক্তির শারীরিক চক্ষু বিদ্যমান। কিন্তু আধ্যাত্মিকভাবে এরা অন্ধ , কারণ তাদের পাপ কাজ তাদের মনের চোখ বা অন্তর্দৃষ্টির উপরে পর্দ্দা ফেলে দেয়। তারা স্বর্গীয় নিদর্শন বুঝতে অক্ষম। কিভাবে তাদের হেদায়েত করা সম্ভব? তখনই আধ্যাত্মিক জগতে একজন হেদায়েত লাভ করতে পারে , যখন সে ঐকান্তিক ভাবে তা লাভ করতে চায়। যে বিশ্বাস করে আল্লাহ্‌র নিদর্শনসমূহে এবং আল্লাহ্‌র ইচ্ছার কাছে আত্মসমর্পন করে, তারাই তো আধ্যাত্মিক শিক্ষা বা হেদায়েত থেকে লাভবান হতে পারে। যারা আল্লাহ্‌র ইচ্ছার কাছে আত্মসমর্পনকারী, তারাই মুসলমান।