1 of 3

030.052

অতএব, আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না এবং বধিরকেও আহবান শোনাতে পারবেন না, যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে।
So verily, you (O Muhammad SAW) cannot make the dead to hear (i.e. the disbelievers, etc.), nor can you make the deaf to hear the call, when they show their backs, turning away.

فَإِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتَى وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَاء إِذَا وَلَّوْا مُدْبِرِينَ
Fa-innaka la tusmiAAu almawta wala tusmiAAu alssumma aldduAAaa itha wallaw mudbireena

YUSUFALI: So verily thou canst not make the dead to hear, nor canst thou make the deaf to hear the call, when they show their backs and turn away.
PICKTHAL: For verily thou (Muhammad) canst not make the dead to hear, nor canst thou make the deaf to hear the call when they have turned to flee.
SHAKIR: For surely you cannot, make the dead to hear and you cannot make the deaf to hear the call, when they turn back and
KHALIFA: You cannot make the dead, nor the deaf, hear the call, once they turn away.

৫২। সুতারাং নিশ্চয়ই তুমি মৃতকে শোনাতে পারবে না ৩৫৭০। বধিরকেও আহ্বান শোনাতে পারবে না যখন তারা পিছন ফিরে চলে যায়।

৩৫৭০। আল্লাহ্‌র সৃষ্টি নৈপুন্যের বিস্ময়কর দিক যে কেউ অনুধাবন করতে পারে যদি সে ঐকান্তিক ভাবে তা করতে চায়। কারণ আল্লাহ্‌ প্রতিটি মানুষের আত্মাকে সেই স্বাভাবিক প্রবণতা দ্বারা সৃষ্টি করেছেন যার সাহায্যে এই জ্ঞান খুব সহজেই তার অন্তরের গভীরে প্রবেশ করে। কিন্তু যদি কেউ বিকৃত মানসিকতা সম্পন্ন হয় এবং ইচ্ছাকৃত ভাবে আল্লাহ্‌ প্রদত্ত মানসিক দক্ষতার স্বাভাবিক প্রবণতার পথ রুদ্ধ করে দেয়, তাহলে ধীরে ধীরে তার মানসিক দক্ষতা সমূহের [ Faculties of mind ] স্বাভাবিক প্রকাশের পথ রুদ্ধ হয়ে যায় এবং একদিন সকল আধ্যাত্মিক জ্ঞান উপলব্ধির ক্ষমতা সে হারিয়ে ফেলে। এরূপ ক্ষেত্রে তাদের আত্মা মৃত হয়ে যায় – তাহলে কি ভাবে তারা হেদায়েতের জ্ঞানকে উপলব্ধি করতে পারবে ? ” তুমিতো মৃতকে শুনাতে পারবে না।” দৈহিক মৃত ব্যক্তি যেমন পার্থিব কোনও কিছুই উপলব্ধিতে অক্ষম , ঠিক সেরূপ যাদের আত্মিক মৃত্যু ঘটেছে তারা কোনও আধ্যাত্মিক জ্ঞানের কথা বুঝতে অক্ষম। এরা কান থাকতেও বধির অর্থাৎ সত্যের ডাক শুনতে পারে না। অনেক সময়ে বধির লোকেরা শুনতে না পেলেও দৃষ্টি শক্তি দ্বারা তারা জাগতিক জ্ঞান সংগ্রহ করে থাকে। কিন্তু কোন বধির ব্যক্তি, যে কানে শুনতে পারে না, কিন্তু চক্ষুতে দেখতে পেলেও চোখের ব্যবহার না করে বিপরীত দিকে ফিরে থাকে, তবে তার পক্ষে যেমন জাগতিক কোনও প্রকার জ্ঞান আহরণ করা সম্ভব নয়। ঠিক যেরূপ হচ্ছে যারা ইচ্ছাকৃত ভাবে সত্যের আহ্বানকে অস্বীকার করে। মৃত আত্মাও আল্লাহ্‌র রহমতের বর্ষণে জীবন লাভ করতে পারে, যদি তার ঐকান্তিক আগ্রহ থাকে। কিন্তু যে ইচ্ছাকৃত ভাবে মুখ ঘুরিয়ে থাকে তাকে সত্যের আহ্বান শোনানো অসম্ভব।