026.137

এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের অভ্যাস বৈ নয়।
“This is no other than a customary device of the ancients,

إِنْ هَذَا إِلَّا خُلُقُ الْأَوَّلِينَ
In hatha illa khuluqu al-awwaleena

YUSUFALI: “This is no other than a customary device of the ancients,
PICKTHAL: This is but a fable of the men of old,
SHAKIR: This is naught but a custom of the ancients;
KHALIFA: “That affliction was limited to our ancestors.

১৩৭। ” এটা তো চির প্রচলিত পুরাতন স্বভাব ; ৩২০২

৩২০২। হুদ নবীর পূর্বেও কিছু ব্যক্তি নবী হওয়ার দাবী করেছিলো। এটা কোনও নূতন উক্তি ছিলো না। তাই কাফেররা বলেছিলো যে ,এ কোন নূতন কথা নয়। ধর্মের শত্রুরা সব সময়েই এ সব কথা বলে থাকে। তারা বলে যে, ” তুমি শুধু তো ধর্মের নামে প্রাচীন কালের কুসংস্কারের প্রচলন করতে প্রয়াস পাচ্ছ। কারণ তুমি ধর্মের মাদকতার দ্বারা সকলকে বশীভূত করতে চাও। পরকাল ও পরকালের হিসাব বলে কোনও কিছুর অস্তিত্ব নাই। শস্তি প্রাপ্ত বলে কোন কিছুর অস্তিত্ব নাই।”