আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে
We will call the guards of Hell (to deal with him)!
سَنَدْعُ الزَّبَانِيَةَ
SanadAAu alzzabaniyata
YUSUFALI: We will call on the angels of punishment (to deal with him)!
PICKTHAL: We will call the guards of hell.
SHAKIR: We too would summon the braves of the army.
KHALIFA: We will call the guardians of Hell.
১৮। আমিও আহ্বান করবো জাহান্নামের ফেরেশতাদের [ তাকে শাস্তি দেয়ার জন্য ] ৬২১৫।
৬২১৫। পাপের বা শয়তানের শক্তিকে পৃথিবীতে মনে হতে পারে অপারাজেয়। তবে পাপিষ্ঠদের এই সাফল্য ক্ষণস্থায়ী। তাদের সম্মিলিত শক্তি আল্লাহ্র শক্তির নিকট তৃণবৎ। আল্লাহ্র হুকুম পাওয়া মাত্র ‘জাহান্নামের প্রহরীরা শয়তানের শক্তিকে দমন করবে এবং আল্লাহ্র অনুগতদের রক্ষা করবে ; এবং আল্লাহ্র রাস্তায় যারা অত্যাচারিত হবে, তাদের সমর্থন করবে।