2 of 3

098.003

যাতে আছে, সঠিক বিষয়বস্তু।
Containing correct and straight laws from Allâh.

فِيهَا كُتُبٌ قَيِّمَةٌ
Feeha kutubun qayyimatun

YUSUFALI: Wherein are laws (or decrees) right and straight.
PICKTHAL: Containing correct scriptures.
SHAKIR: Wherein are all the right ordinances.
KHALIFA: In them there are valuable teachings.

৩। সেখানে আছে সঠিক বিধান। ৬২২৬

৬২২৬। ‘Qaiyim’ এই শব্দটি যে ভাবের প্রকাশ করে তা হলো : বক্রতার বিপরীতে সোজা, নিয়মবর্হিভূতের বিপরীত ভাব হলো আদর্শ, অস্থায়ী ও সাময়িকের বিপরীত ভাব চিরস্থায়ী ইত্যাদি। দেখুন সূরা [ ৯ : ৩৬ ] ; [ ১২ : ৪০ ] ইত্যাদি আয়াত সমূহ।