2 of 3

077.022

এক নির্দিষ্টকাল পর্যন্ত,
For a known period (determined by gestation)?

إِلَى قَدَرٍ مَّعْلُومٍ
Ila qadarin maAAloomin

YUSUFALI: For a period (of gestation), determined (according to need)?
PICKTHAL: For a known term?
SHAKIR: Till an appointed term,
KHALIFA: For a specific period.

২২। [ প্রয়োজনীয় ] এক নির্দ্দিষ্ট কাল পর্যন্ত ৫৮৭৩ ?

৫৮৭৩। এই নির্দ্দিষ্ট কালটি হচ্ছে নয়মাস দশদিন। শিশু জন্মের পূর্বে ও পরে শিশুর গঠন প্রক্রিয়াতে যে অপূর্ব সমন্বয় সাধন করা হয় তা স্রষ্টার জ্ঞান ও প্রজ্ঞারই স্বাক্ষর। এ সব সাক্ষর অনুধাবন করেও কি আমরা স্রষ্টার প্রতি আমাদের ভক্তি, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে অপারগতা প্রদর্শন করতে পারি ? মাতৃজঠরের স্রষ্টা অতি নিপুন ভাবে পরিমিত ভাবে মানব জীবনকে গঠন করে থাকেন। সামান্য ত্রুটিও তার পরবর্তী জীবনকে বিপর্যস্ত করে দিতে পারে।