2 of 3

078.010

রাত্রিকে করেছি আবরণ।
And have made the night as a covering (through its darkness),

وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا
WajaAAalna allayla libasan

YUSUFALI: And made the night as a covering,
PICKTHAL: And have appointed the night as a cloak,
SHAKIR: And We made the night to be a covering,
KHALIFA: We made the night a cover.

৮। এবং তোমাদের কি জোড়ায় জোড়ায় সৃষ্টি করি নাই,

৯। এবং বিশ্রামের জন্য নিদ্রা,

১০। এবং রাত্রিকে আবরণ স্বরূপ ৫৮৯১

৫৮৯১। রাত্রির অন্ধকারকে এখানে আবরণ হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি একটি অপূর্ব সুন্দর উপমা। পোষাক বা আবরণ যেরূপ দেহকে শৈত্য ও অত্যাধিক গরম থেকে রক্ষা করে রাত্রির অন্ধকার সেরূপ, আত্মাকে কর্মব্যস্ত দিবসের সংগ্রাম থেকে সাময়িক মুক্তি দান করে থাকে। পার্থিব জগতের ক্লান্তিকর কর্মব্যস্ততা নিশিতের অন্ধকারের আবরণে সাময়িক অবসর লাভে সক্ষম হয়। ঘুম হচ্ছে বিশ্রামের প্রতীক। রাত্রির অন্ধকার মানুষকে সুপ্তির কোলে আশ্রয় দান করে বিশ্রামে সহায়তা করে।