2 of 3

053.014

সিদরাতুলমুন্তাহার নিকটে,
Near Sidrat-ul-Muntaha [lote-tree of the utmost boundary (beyond which none can pass)],

عِندَ سِدْرَةِ الْمُنْتَهَى
AAinda sidrati almuntaha

YUSUFALI: Near the Lote-tree beyond which none may pass:
PICKTHAL: By the lote-tree of the utmost boundary,
SHAKIR: At the farthest lote-tree;
KHALIFA: At the ultimate point.

১৪। সীমান্তবর্তী লোট বৃক্ষের নিকটে, যার [ সীমাকে ] কেহ অতিক্রম করতে পারে না ৫০৯৩।

৫০৯৩। “বদরী বৃক্ষ ” বা”লোট বৃক্ষ ” – দেখুন সূরা [ ৩৪ : ১৬ ] ও টিকা ৩৮১৪। বন্য লোট গাছ প্রচন্ড কাটাযুক্ত হয়। কিন্তু চাষাবাদ করলে তা সুস্বাদু ফল ও ছায়া উৎপাদন করে। একে বেহেশতের শান্তির প্রতীক হিসেবে ধরা হয়েছে এখানে এবং সূরা [ ৫৬ : ২৮ ] আয়াতে।