2 of 3

083.019

আপনি জানেন ইল্লিয়্যীন কি?
And what will make you know what ’Illiyyûn is?

وَمَا أَدْرَاكَ مَا عِلِّيُّونَ
Wama adraka ma AAilliyyoona

YUSUFALI: And what will explain to thee what ‘Illiyun is?
PICKTHAL: Ah, what will convey unto thee what ‘Illiyin is! –
SHAKIR: And what will make you know what the highest Iliyin is?
KHALIFA: Do you know what `Elleyyeen is?

১৯। এবং কিভাবে তোমাদের ব্যাখ্যা করা যাবে ইল্লিন কি ?

২০। ইহা হচ্ছে পূর্ণভাবে লিখিত নথি [রেজিস্ট্রার ]। ৬০২০

৬০২০। ২০ নং আয়াত ৯ নং আয়াতের পুণরাবৃত্তি। দেখুন টিকা নং ৬০১৪। পার্থক্য হচ্ছে পূর্বের রেজিস্ট্রারটি ছিলো পাপীদের জন্য এবং এই আয়াতে যে রেজিস্ট্রারের উল্লেখ আছে তা পূণ্যাত্মাদের জন্য। এই রেজিস্ট্রারে পূণ্যাত্মাদের খুঁটিনাটি সকল বর্ণনা লিপিবদ্ধ করা হয়েছে।