2 of 3

069.029

আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল।
”My power and arguments (to defend myself) have gone from me!”

هَلَكَ عَنِّي سُلْطَانِيهْ
Halaka AAannee sultaniyah

YUSUFALI: “My power has perished from me!”…
PICKTHAL: My power hath gone from me.
SHAKIR: My authority is gone away from me.
KHALIFA: “All my power is gone.”

২৮। ” আমার ধন-সম্পদ আমার কোন কাজেই এলো না !

২৯। ” আমার ক্ষমতা আমাকে ধ্বংস করেছে ! ” ৫৬৫৯

৫৬৫৯। এই আয়াতগুলির মাধ্যমে মৃত্যু পরবর্তী আত্মার অবস্থানকে তুলে ধরা হয়েছে। সেদিন নিজের ভাবনা চিন্তা বা ব্যক্তিত্বের উপরে নিজের কোনও অধিকার বা নিয়ন্ত্রণ থাকবে না, যে অবস্থা কল্পনা করাও এ পৃথিবীতে সম্ভব নয়। পৃথিবীর জীবনের পাপ ও অন্যায় তাদের মাঝে যে প্রচন্ড দুঃশ্চিন্তা এবং যন্ত্রণার জন্ম দেবে তার উপরে তাঁর কোনও নিয়ন্ত্রণ থাকবে না। ব্যক্তিসত্ত্বা প্রাণপণে চেষ্টা করবে নূতন পরিবেশকে নিয়ন্ত্রণে আনতে, কিন্তু তাদের সে চেষ্টা সফল হবে না। প্রচন্ড অনুশোচনা, গ্লানি, পাপবোধ, সমস্ত অন্তরাত্মাকে শঙ্কা, ভয় ও দুঃশ্চিন্তাতে পরিপূর্ণ করে তুলবে। এই বোধের তীব্রতা পৃথিবীতে কল্পনা করাও অসম্ভব।