2 of 3

056.049

বলুনঃ পূর্ববর্তী ও পরবর্তীগণ,
Say (O Muhammad SAW): ”(Yes) verily, those of old, and those of later times.

قُلْ إِنَّ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ
Qul inna al-awwaleena waal-akhireena

YUSUFALI: Say: “Yea, those of old and those of later times,
PICKTHAL: Say (unto them, O Muhammad): Lo! those of old and those of later time
SHAKIR: Say: The first and the last,
KHALIFA: Say, “The early generations and the later generations.

৪৯। বল; ” হ্যাঁ, পূর্ববর্তীদের ও পরবর্তীদের।

৫০। [ তাদের ] সকলকে অবশ্যই সমবেত করা হবে পূর্ব নির্ধারিত এক সুনির্দ্দিষ্ট দিনে মহামিলনের জন্য ৫২৪৬।

৫২৪৬। দেখুন [ ২ ৬ : ৩৮ ] আয়াত ও টিকা ৩১৫৯। “পূর্ব নির্ধারিত ও সুনির্দিষ্ট দিনে” এই বাক্যটি দ্বারা শেষ বিচারের দিনকে বোঝানো হয়েছে যে দিনের গাম্ভীর্য ও গুরুত্ব এই বাক্যটির মাধ্যমে তুলে ধরা হয়েছে।