তারা আপনাকে জিজ্ঞাসা করে, কেয়ামত কখন হবে?
They ask you (O Muhammad (Peace be upon him)) about the Hour, – when will be its appointed time?
يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا
Yas-aloonaka AAani alssaAAati ayyana mursaha
YUSUFALI: They ask thee about the Hour,-‘When will be its appointed time?
PICKTHAL: They ask thee of the Hour: when will it come to port?
SHAKIR: They ask you about the hour, when it will come.
KHALIFA: They ask you about the Hour, and when it will take place!
৪২। তারা তোমাকে কেয়ামত সম্বন্ধে জিজ্ঞাসা করে, “কখন আসবে সেই নির্দ্দিষ্ট সময় ? ” ৫৯৪৬
৫৯৪৬। দেখুন [ ৭ : ১৮৭ ] আয়াত এবং টিকা ১১৫৯। কেয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ্র নিকট। যদি মানুষ পূর্বে উহা জ্ঞাত হতো তবে তার ভার তাদের জন্য হতো অসহ্য।