2 of 3

061.013

এবং আরও একটি অনুগ্রহ দিবেন, যা তোমরা পছন্দ কর। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আসন্ন বিজয়। মুমিনদেরকে এর সুসংবাদ দান করুন।
And also (He will give you) another (blessing) which you love, help from Allâh (against your enemies) and a near victory. And give glad tidings (O Muhammad SAW) to the believers.

وَأُخْرَى تُحِبُّونَهَا نَصْرٌ مِّنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ
Waokhra tuhibboonaha nasrun mina Allahi wafathun qarreebun wabashshiri almu/mineena

YUSUFALI: And another (favour will He bestow,) which ye do love,- help from Allah and a speedy victory. So give the Glad Tidings to the Believers.
PICKTHAL: And (He will give you) another (blessing) which ye love: help from Allah and present victory. Give good tidings (O Muhammad) to believers.
SHAKIR: And yet another (blessing) that you love: help from Allah and a victory near at hand; and give good news to the believers.
KHALIFA: Additionally, you get something you truly love: support from GOD and guaranteed victory. Give good news to the believers.

১২। তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন এবং তোমাদের প্রবেশ করাইবেন বেহেশতে যার পাদদেশে নদী প্রবাহিত, অনন্ত বাগানের মাঝে সুরম্য অট্টালিকাতে। সেটাই হবে সর্বোচ্চ সফলতা

১৩। এবং আর একটি [ অনুগ্রহ ] তিনি দান করবেন, যা তোমরা পছন্দ করবে ৫৪৪৫। আল্লাহ্‌র পক্ষ থেকে সাহায্য এবং দ্রুত বিজয়। সুতারাং বিশ্বাসীদের সুসংবাদ দাও।

৫৪৪৫। মানব জীবনের প্রাপ্তি হচ্ছে : বেহেশত এবং আল্লাহ্‌র সান্নিধ্য লাভ। এ দুটোই পরকালে পাওয়া যাবে। যারা জীবনের ক্ষণস্থায়ীত্ব ও প্রকৃত উদ্দেশ্যকে উপলব্ধি করতে পেরেছেন একমাত্র তারাই পারবেন বেহেশতের বিলম্বিত প্রশান্তির আশায় ইহ কালকে বিসর্জন দিতে। কিন্তু সাধারণ মানুষ, যারা আধ্যাত্মিক ভাবে ততটা অগ্রসরমান নন তাদের পক্ষে ইহকালকে পরলোকের সুখ ও শান্তির জন্য বিসর্জন দেয়া সম্ভব নয়। কারণ তাদের নিকট পরলোকের জীবনকে মনে হবে সূদূরের জীবন। আল্লাহ্‌ এই আয়াতে তাদেরকে [ ৬১ : ১৩ ] বলেছেন যে, ” তোমাদের পছন্দের আরও একটি অনুগ্রহ” দান করবেন। অর্থাৎ আল্লাহ্‌র পূর্ববর্তী ঘোষণায় যারা উৎসাহ বোধ করে নাই,এই ঘোষণাকে তারা স্বাগত জানাবে। আল্লাহ্‌র এই অনুগ্রহ হবে ইহজগতের জন্য সাহায্য ও বিজয়। অর্থাৎ যারা আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য সৎকাজে সংগ্রাম করবে। আল্লাহ্‌ তাদের সাহায্য করবেন বিজয় দ্বারা। যত বাধা বিপত্তিই আসুক না কেন আল্লাহ্‌ আমাদের আশ্বাস দিয়েছেন যে, বিজয় আমাদের হবেই, কারণ আল্লাহ্‌ স্বয়ং আমাদের সাহায্য করবেন। মানুষের সমগ্র জীবনই হচ্ছে ভালোর জন্য সংগ্রামের জীবন, তবে পার্থিব জীবনে সংগ্রামের তুলনায় আধ্যাত্মিক জীবনের সংগ্রাম আরও কঠিন। আধ্যাত্মিক জীবনের শেষ বিজয় হচ্ছে বেহেশত লাভ।