2 of 3

053.036

তাকে কি জানানো হয়নি যা আছে মূসার কিতাবে,
Or is he not informed with what is in the Pages (Scripture) of Mûsa (Moses),

أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِي صُحُفِ مُوسَى
Am lam yunabba/ bima fee suhufi moosa

YUSUFALI: Nay, is he not acquainted with what is in the Books of Moses-
PICKTHAL: Or hath he not had news of what is in the books of Moses
SHAKIR: Or, has he not been informed of what is in the scriptures of Musa?
KHALIFA: Was he not informed of the teachings in the scripture of Moses?

৩৬। তবে কি সে মুসার কিতাবে যা আছে তা অবগত নয়, ৫১১০

৫১১০। ‘মুসার কিতাব’ দ্বারা বুঝানো হয়েছে মুসার প্রতি অবতীর্ণ মূল কিতাব ‘তাওরাত’ কে। বর্তমান Peutatench মূল কিতাবের অপভ্রংশ মাত্র। উদাহরণ স্বরূপ বলা যায় “The Book of the Wars of Jehova” যার উল্লেখ আছে Old Testament [ Num xxi 14 ] তা বর্তমানে হারিয়ে গেছে। বর্তমান Peutatench এ পরলোকের জীবন সম্বন্ধে কোন স্বচ্ছ ধারণা দান করে না।