2 of 3

053.051

এবং সামুদকেও; অতঃপর কাউকে অব্যহতি দেননি।
And Thamûd (people). He spared none of them.

وَثَمُودَ فَمَا أَبْقَى
Wathamooda fama abqa

YUSUFALI: And the Thamud nor gave them a lease of perpetual life.
PICKTHAL: And (the tribe of) Thamud He spared not;
SHAKIR: And Samood, so He spared not
KHALIFA: And wiped out Thamoud.

৫১। এবং সামুদ সম্প্রদায়কে; তাদেরকে চিরস্থায়ী জীবনের ইজারা দেন নাই।

৫২। এবং তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে [ ধবংস করেন ] কেননা তারা [ সকলে ] ছিলো ভয়ঙ্কর অন্যায়কারী ও প্রচন্ড উদ্ধত সীমালংঘনকারী ;

৫৩। এবং তিনি [ সদম ও গোমরাহ্‌ ] নগরীকে ধ্বংস ও উৎপাটিত করেছিলেন ; ৫১২১

৫৪। সুতারাং [অজানা ধ্বংস স্তুপ ] তাদের আচ্ছাদিত করেছিলো।

৫১২১। আয়াত ৫৩ – ৬০ পর্যন্ত উপদেশ বাণী সমূহের উদাহরণ হিসেবে ব্যাখ্যা করা যায়। হযরত লূত (আ) এর সম্প্রদায়ের জনপদ সদম ও গোমরাহ্‌ কে উল্টিয়ে দেয়া হয়েছিলো। লূত কে তাঁর সম্প্রদায়ের নিকট সর্তককারী হিসেবে প্রেরণ করা হয়েছিলো। দেখুন সূরা [ ১১ : ৭৪ – ৮০ ] আয়াত সমূহ এবং টিকা সমূহ।