১৫০. পাপমুক্তিপ্রশ্ন—ইন্দ্রোত-পরীক্ষিতসংবাদ

১৫০তম অধ্যায়

পাপমুক্তিপ্রশ্ন—ইন্দ্রোত-পরীক্ষিতসংবাদ

যুধিষ্ঠির কহিলেন, “পিতামহ! মোহবশতঃ পাপানুষ্ঠান করিলে তাহা হইতে কিরূপে মুক্তিলাভ করা যাইতে পারে?”

ভীষ্ম কহিলেন, “ধৰ্ম্মরাজ! এই স্থলে ইন্দ্রোত-পরীক্ষিতসংবাদ নামে এক প্রাচীন ইতিহাস কীৰ্ত্তিত আছে, শ্রবণ কর। পূৰ্ব্বকালে পরীক্ষিৎ-তনয় মহাবলপরাক্রান্ত মহারাজ জনমেজয় মোহবশতঃ ব্রহ্মহত্যা করিয়াছিলেন। তাঁহার প্রজাবর্গ এবং পুরোহিত ও অন্যান্য ব্রাহ্মণগণ তাঁহাকে ব্রহ্মহত্যাপিতকে লিপ্ত দেখিয়া পরিত্যাগ করিলেন। তখন রাজা জনমেজয় সেই ব্ৰহ্মহত্যাপাপে নিরন্তর দগ্ধপ্রায় হইয়া সমস্ত রাজকার্য্য পরিত্যাগপূৰ্ব্বক বনে গমন করিয়া অতি কঠোর তপানুষ্ঠানে অভিনিবিষ্ট হইলেন এবং দেশবিদেশ পর্য্যটন করিয়া বহুসংখ্যক ব্রাহ্মণকে ব্রহ্মহত্যাপাপের প্রায়শ্চিত্তের বিষয় জিজ্ঞাসা করিতে লাগিলেন।

“একদা তিনি পর্য্যটনক্রমে শুনকনন্দন মহর্ষি ইন্দ্রোতের সন্নিধানে গমন করিয়া তাঁহাকে প্রণিপাতপূৰ্ব্বক তাঁহার চরণ গ্রহণ করিলেন। মহর্ষি ইন্দ্রোত পরীক্ষিত-নন্দনকে নিরীক্ষণপূর্ব্বক তিরস্কার করিয়া কহিতে লাগিলেন, তুমি ব্রহ্মহত্যাকারী; তোমার পর পাপাত্মা আর কেহই নাই। তুমি কি নিমিত্ত এই স্থানে আগমন করিলে? আমাদিগের নিকট তোমার প্রয়োজন কি? তুমি আমাকে কদাচ কোন বিষয় জিজ্ঞাসা করিও না; অবিলম্বে এই স্থান হইতে প্রস্থান কর। ইহা তোমার আগমনের উপযুক্ত স্থান নহে। ইহা সাধুলোকেরই প্রীতিপ্রদ; তোমার দেহ হইতে রুধিরের ন্যায় গন্ধ নির্গত হইতেছে। তুমি শবের ন্যায় অতি বিকৃতদর্শন হইয়াছ। এক্ষণে তুমি অমাঙ্গলিক হইয়াও মাঙ্গলিকের ন্যায় এবং মৃত হইয়াও জীবিতের ন্যায় পরিভ্রমণ করিতেছ। তুমি ব্রহ্মঘাতক ও অবিশুদ্ধ স্বভাব। নিরন্তর পাপকল্পনা করিয়াই পরমসুখে নিদ্রিত ও জাগরিত হইয়া থাক। তোমার জীবন নিতান্ত নিরর্থক। তুমি অতি নীচ ও পাপকাৰ্য্যের অনুষ্ঠান করিবার নিমিত্তই জন্মপরিগ্রহ করিয়াছ। পিতা বহুদিন মঙ্গললাভের প্রত্যাশা করিয়াই তপঃ, দেবাৰ্চ্চনা, যাগযজ্ঞের অনুষ্ঠান, বন্দনা ও তিতিক্ষা প্রভৃতি সৎকাৰ্য্যের অনুষ্ঠানপূৰ্ব্বক সুপুত্রলাভের অভিলাষ করিয়া থাকেন; কিন্তু তোমার নিমিত্তই তোমার পিতৃগণ নরকে গমন করিবেন। তাঁহারা তোমা হইতে যে সমস্ত মঙ্গললাভের প্রত্যাশা করিয়াছিলেন, তৎসমুদয়ই ব্যর্থ হইয়াছে। লোকে যাঁহাদিগের অর্চ্চনা করিয়া স্বর্গ, আয়ুঃ, যশঃ ও সন্ততি লাভ করে, তুমি সেই ব্রাহ্মণগণের প্রতিই সতত বিদ্বেষ প্রদর্শন করিয়া থাক। অতঃপর তুমি দেহ পরিত্যাগপূৰ্ব্বক পাপপ্রভাবে নিশ্চয়ই বহুকাল অধঃশিরাঃ হইয়া ঘোর নরকে নিপতিত থাকিবে। তথায় গৃধ্র ও অয়োমুখ [লৌহতুল্য কঠিন চঞ্চু] ময়ুরগণ তোমাকে নিতান্ত নিপীড়িত করিবে। তৎপরে তথা হইতে প্রতিনিবৃত্ত হইয়া তোমাকে পুনরায় পাপযোনিতে জন্মগ্রহণ করিতে হইবে। তুমি এক্ষণে ইহলোক ও পরলোকের প্রতি অবিশ্বাস করিতে পার, কিন্তু যমালয়ে যমদূতেরা অবশ্যই ঐ বিষয়ে তোমার বিশ্বাস উৎপাদন করিয়া দিবে।’ ”