০২৪. উভয়পক্ষীয় সৈন্যের অবস্থা

২৪তম অধ্যায়

উভয়পক্ষীয় সৈন্যের অবস্থা

ধৃতরাষ্ট্র কহিলেন, “হে সঞ্জয়! আমার পুত্র ও পাণ্ডবগণের মধ্যে কোন পক্ষের যোদ্ধৃগণ এই রণক্ষেত্রে প্রথমে হৃষ্টচিত্তে যুদ্ধ করিতে লাগিল, কোন পক্ষ প্রফুল্ল ও কোন পক্ষ দুর্ম্মনায়মান হইয়াছিল এবং কাহারই বা প্ৰথমে হৃদয়কম্পন প্রহার করিয়াছিল, তাহা, আমাকে বল। কাহাদিগের সেনাসমূহে গন্ধের প্রাদুর্ভাব ও মাল্য অবিকৃত ছিল এবং কোন পক্ষের যোদ্ধৃগণের বাক্যসকল অনুকূল হইয়াছিল?”

সঞ্জয় কহিলেন, “মহারাজ। তৎকালে উভয় পক্ষের যোদ্ধারাই হষ্টচিত্ত হইয়াছিল; উভয় পক্ষেই গন্ধের প্রাদুর্ভাব ও মাল্য সমভাবসম্পন্ন ছিল। উভয় পক্ষের সমুদ্ধত ও ব্যূহিত সৈন্যগণের পরস্পর সংসর্গে সাতিশয় বিমর্দ্দ উপস্থিত হইল এবং উভয় পক্ষের পরস্পর দর্শনকালে শূর ও রাণশূর[যুদ্ধলিপ্ত বীর]গণের পরস্পর গর্জ্জন, আনন্দোৎফুল্ল সৈন্যগণের সিংহনাদ, কুঞ্জরগণের বৃংহিত, বাদিত্ৰশব্দ এবং শঙ্খ ও ভেরীধ্বনি একত্র হইয়া তুমুল কোলাহল হইতে লাগিল।”