৮৩. চেদী-আদি বিবিধ দেশ জয়

৮৩তম অধ্যায়

চেদী-আদি বিবিধ দেশ জয়

বৈশম্পায়ন বলিলেন, অনন্তর মহাবীর অর্জ্জুন অশ্বের অনুসরণপূৰ্ব্বক ক্রমশঃ দক্ষিণদিকে গমন করিতে লাগিলেন। কিয়দ্দিন পরে সেই কামচারী তুরঙ্গম দক্ষিণদিক হইতে প্রত্যাবৃত্ত হইয়া ইতস্ততঃ নানা দেশ বিচরণ করিতে করিতে রমণীয় চেদীদেশে সমুপস্থিত হইল। তখন শিশুপালপুত্র মহারাজ শরভ প্রথমে অর্জ্জুনের সহিত যুদ্ধ করিয়া পরিশেষে তাহার যথোচিত সৎকার করিলেন। তৎপরে ঐ অশ্ব ক্রমে ক্রমে কাশী, অঙ্গ, কোশল, কিরাত ও তঙ্গণদেশে গমন করিল। মহাবীর অর্জ্জুনও উহার সহিত সেই দেশে গমনপূর্ব্বক ভূপতিদিগের নিকট যথেষ্ট সম্মানলাভ করিলেন।

অনন্তর তিনি সেই অশ্বের অনুসরণক্রমে দশার্ণদেশে সমুপস্থিত হইলেন। দশাণাধিপতি মহাবীর চিত্রাঙ্গদ তাঁহাকে অধিকারমধ্যে উপস্থিত দেখিয়া তাহার সহিত তুমুল যুদ্ধ আরম্ভ করিলেন। তখন মহাত্মা ধনঞ্জয় তাঁহাকে অচিরাৎ পরাজিত করিয়া নিষাদরাজ একলব্যের রাজ্যে উপস্থিত হইলেন। নিষাদাধিপতি মহারাজ একলব্যের পুত্র অর্জ্জুনকে সমাগত দেখিয়া নিষাদগণসমভিব্যাহারে তাঁহার সহিত ঘোরতর যুদ্ধ করিতে লাগিলেন। তখন মহাবীর অর্জ্জুন সেই নিষাদরাজ-তনয়কে বিঘ্নস্বরূপ বিবেচনা করিয়া অবলীলাক্রমে তাঁহাকে তাঁহার অনুচরগণের সহিত পরাজয় করিয়া পুনৰ্ব্বার দক্ষিণ সাগরের তীর দিয়া ভ্রমণ করিতে আরম্ভ করিলেন। ঐ সময় দ্রাবিড়, অন্ধ, মহিষক ও কোল্বগিরিনিবাসী বীরগণ তাঁহার সহিত ঘোরতর যুদ্ধ আরম্ভ করিল। তখন তিনি তাঁহাদের সকলকেই পরাজিত করিয়া সেই অশ্বের অনুসরণক্রমে ক্রমে ক্রমে সুরাষ্ট্র, গোকর্ণ ও প্রভাস অতিক্রমপূৰ্ব্বক দ্বারাকানগরে সমুপস্থিত হইলেন।

মহাবীর ধনঞ্জয় যজ্ঞীয় অশ্বের সহিত দ্বারকায় প্রবিষ্ট হইবামাত্র যদুবংশীয় বালকগণ যুদ্ধার্থী হইয়া সেই অশ্ব ধারণপূর্ব্বক অর্জ্জুনের প্রতি ধাবমান হইল। তখন বৃষ্ণ্যন্ধকপতি মহাত্মা উগ্রসেন ধনঞ্জয়ের সহিত বিবাদ করিতে অনিচ্ছুক হইয়া সেই বালকগণকে নিবারণপূৰ্ব্বক বসুদেবসমভিব্যাহারে অর্জ্জুনের নিকট গমন করিয়া প্রীতমনে তাঁহার যথোচিত সৎকার করিলেন। তখন মহাবীর অর্জ্জুন মহাত্মা উগ্রসেন ও মাতুল বসুদেবের অনুজ্ঞা গ্রহণপূৰ্ব্বক পুনৰ্ব্বার অশ্বের অনুসরণে প্রবৃত্ত হইলেন। অনন্তর সেই অশ্ব ক্রমে ক্রমে সমুদ্রের পশ্চিমকূল ও পঞ্চনদপ্রদেশ অতিক্রম করিয়া পরিশেষে গান্ধারদেশে সমুপস্থিত হইল।