০৮৫. কৃষ্ণপ্রদেয় উপটৌকন আয়োজন

৮৫তম অধ্যায়

কৃষ্ণপ্রদেয় উপটৌকন আয়োজন

ধৃতরাষ্ট্র কহিলেন, “হে বিদুর! মহাবলপরাক্রান্ত মাহাত্মা জনাৰ্দন উপপ্লব্যনগর হইতে আমাদিগের রাজ্যে উপস্থিত হইয়াছেন; অদ্য বৃকস্থলে অবস্থান করিতেছেন; কল্য প্রাতঃকালে এখানে আগমন করিবেন। তিনি আহুকদিগের অধিপতি সমুদয় সাত্বত[যাদবগণের] গণের অগ্রগণ্য, অতি বিস্তীর্ণ বৃষ্ণিরাজ্যের ভতাঁ ও রক্ষয়িতা এবং লোকত্ৰয়ের প্রপিতামহ। যেমন আদিত্য, রুদ্র ও বসুগণ বৃহস্পতির বুদ্ধির অনুগামী হয়েন, তদ্রূপ যাবতীয় বৃষ্ণি ও অন্ধকবংশীয়গণ বাসুদেবের আজ্ঞানুসারে কাৰ্য্য করিয়া থাকেন। আমি তোমার সমক্ষেই সেই মহাত্মাকে যেসকল দ্রব্য প্রদান করিয়া পূজা করিব, তাহা কহিতেছি, শ্রবণ কর।

“একবর্ণ সর্ব্বাঙ্গসুন্দর বাহ্লীক দেশীয় চারি চারি অশ্বে সংযোজিত সুবর্ণনির্মিত ষোড়শ রথ, নিত্যমদস্রাবী বিশালদৰ্শন অষ্ট অষ্ট অনুচরে অনুগত অষ্ট মাতঙ্গ, সুবর্ণবর্ণ অজাতপত্য [পার্ব্বত্য প্ৰজাগণের প্রদত্ত] শত দাসী, তৎসংখ্যক দাস, পার্ব্বতীয়গণোপহৃত [যে নারীর সন্তান হয় নাই] সুখস্পর্শ অষ্টাদশ সহস্ৰ মেষ এবং চীনদেশসম্ভূত সহস্ৰ অশ্ব তাঁহাকে প্রদান করিব। যে প্রভূততেজঃসম্পন্ন নির্ম্মল মণি দিবারাত্র প্রজ্বলিত থাকে, তাহা তাঁহাকে প্ৰদান করিব এবং যে অশ্বতরী যানে সংযোজিত হইলে একদিনে চতুর্দশ যোজন গমন করিতে পারে, তাহাও তাঁহাকে প্ৰদান করিব। মহাবাহু কেশবের বাহন ও তাঁহার সমভিব্যাহারী পুরুষসমুদয় যে পরিমাণে ভোজন করিতে পারে, আমি তদপেক্ষা অষ্টগুণ অধিক ভোজদ্রব্য প্রদান করিব। দুৰ্য্যোধন ব্যতীত আমার যাবতীয় পুত্র ও পৌত্ৰগণ দিব্য-অলঙ্কার ধারণপূর্ব্বক সুসংস্কৃত রথে আরোহণ করিয়া তাঁহার প্রত্যুদগমন [সম্মানপূর্ব্বক আনয়ন] করিবে। সহস্ৰ সহস্ৰ বারবিলাসিনী [বেশ্যা] উত্তমোত্তম বেশভূষা ধারণপূর্ব্বক তাঁহাকে আনয়ন করিতে পদব্রজে গমন করিবে। যেসকল মহিলা নগর হইতে তাঁহাকে সন্দর্শন করিতে যাইবে, তাহাদিগকে প্রকাশ্যরূপে গমন করিতে হইবে। প্ৰজাগণ যেমন সূৰ্য্য দর্শন করে, তদ্রূপ নগরস্থ আবালবৃদ্ধ সমুদয় লোক এক্ষণে মহাত্মা মধুসূদনকে অবলোকন করুক। চতুর্দ্দিকে উচ্চতর ধ্বজ ও পতাকাসকল উত্থাপিত এবং রাজমার্গ জলসিক্ত হউক। দুঃশাসনের ভবন দুৰ্য্যোধনের ভবন অপেক্ষা উৎকৃষ্ট; সেই ভবন ত্বরায় সুমার্জিত ও অলঙ্কৃত করুক। ঐ ভবন রুচিরাকার [মনোজ্ঞ গঠন] ও প্রাসাদসমুদয়ে সুশোভিত, পরমরমণীয় এবং সমুদয় ঋতুতেই সুখাবহ। আমার ও দুৰ্য্যোধনের রত্নরাশির মধ্যে যেসকল রত্ন কৃষ্ণকে প্রদান করিবার উপযুক্ত, তৎসমুদয় ঐ গৃহমধ্যে স্থাপিত করুক।”