৩৬৪. উঞ্ছব্রতধারী বিপ্রের সূর্য্যলোকলাভ—প্রশংসা

৩৬৪তম অধ্যায়

উঞ্ছব্রতধারী বিপ্রের সূর্য্যলোকলাভ—প্রশংসা

“নাগ বলিলেন, “আমরা এই কথা জিজ্ঞাসা করিলে, সূর্য্য কহিলেন, তোমরা এই যে তেজঃপুঞ্জকলেবর পুরুষকে নিরীক্ষণ করিতেছ, ইনি দেবতা, অগ্নি, সর্প বা অসুর নহেন। ইনি একজন উঞ্ছবৃত্তিব্রতসিদ্ধ মহর্ষি। ইনি উঞ্ছবৃত্তি অবলম্বনপূৰ্ব্বক ফল, মূল, শীর্ণপত্র ও বায়ুভক্ষণ এবং সলিলপান, উঞ্ছবৃত্তিব্রতধারণ, স্বৰ্গফলকামনা ও সংহিতাপাঠদ্বারা মহাদেবের প্রীতিসম্পাদন করিয়া স্বর্গলাভ করিয়াছেন। এই ব্রাহ্মণ অতি নিরীহ ও সৰ্ব্বভূতের হিতাভিলাষী। যাঁহারা সম্পত্তি লাভ করিয়া সূর্য্যমণ্ডলে আগমন করেন, দেবতা, গন্ধৰ্ব্ব, অসুর ও পন্নগমধ্যে কেহই তাঁহাদিগের সমকক্ষ হইতে পারেন না।

‘হে ব্ৰহ্মন্! আমি সূর্য্যের নিকট অবস্থান করিয়া এই আশ্চর্য্য ব্যাপার প্রত্যক্ষ করিয়াছি, উঞ্ছবৃত্তি ব্রাহ্মণ অদ্যাপি সূর্য্যের সহিত সমুদয় পৃথিবী পর্য্যটন করিতেছেন।’ ”