তোমার উলের কাজ দেখে সকলেই মুগ্ধ হয়
কমবেশি। কী সহজে নতুন বিন্যাস
ফুটে ওঠে তোমার আঙুল আর কাঁটার মোহন ছন্দোময়
সঞ্চালনে ক্ষণে ক্ষণে। কখনো রঙিন পুষ্পোছ্বাস,
কখনো বা লতাপাতা অথবা বিমূর্ত নক্শা জাগে। কেউ কেউ
কণ্ঠে এনে বিস্ময়ের ঢেউ
বলে, কী’যে জাদু আছে তোমার আঙুলে।
তোমার নিজেরই কাছে সে এক রহস্য, গ্রন্থি যার
পারো না খুলতে তুমি। উলে
তোমার আনন্দ ফলে, জাতশত্র, শূন্যতার।
আর এমনও তো হয় কোনো কোনোদিন-
শুধু ভুল হতে থাকে ঘরে,
নর্তকীর মতো কাঁটা নুলো হয়; অত্যন্ত মলিন
হ’য়ে যায় তোমার মুখের রেখা, কিসের নিগড়ে
ভীষণ আটকে পড়ে তোমার বয়নকলা এবং তখন
তোমাকে যায় না চেনা। যাকে চিনতাম, তাকে ঢেকে
ফেলেছে শিল্পঘম মেঘ, বড় নিশ্চেতন;
যাবে না তো ফেরানো সহজে তাকে ডেকে।