স্বপ্নে ঘুণ ধরে গেছে

স্বপ্নের ঘুণ ধরে গেছে, তবু দেখি সেজানের আঁকা
গাছপালা, ঘর-বাড়ি মেঘ হয়, রঙের সীমানা
পেরিয়ে সুরের রঙ হয়, দেয়ালের ঘড়ি জানা
সময়ের গণ্ডি ছেড়ে অনন্তের মহোৎসশ্বে পাখা

মেলে দেয়, গলে গলে স্রোত হয়। স্বাতী কি বিশাখা
হয়ে যায় অলকায় হর্ম্য আর মনে দেয় হানা
হৃত এক স্বর্গলোক; অপরূপ ঘরের ঠিকানা
পাই বড়ে; গোলাম আলির সুরে, রৌদ্রছায়ামাখা।
প্রত্যহ তোমাকে দেখি কখনো গভীরা চুলের বিনুনির
সহজ পটুত্বে মগ্ন, কখনো গভীর মধ্যদিনে
রাখো মুখ শুভ্র শৈশবের দিকে, অথচ তোমার
মুখে নিত্য একই রূপ খুঁজে পাই। নানান মুনির
নানা মত তোমার ও-মুখ ঘিরে। আমিতো পারিনে
মেনে নিতে রূপান্তর, ভেবো না দুর্ভিক্ষ কল্পনার।