ঋগ্বেদ ১০।০৫১

ঋগ্বেদ ১০।০৫১
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ৫১
পর্যায়ক্রমে অগ্নি ও দেবতাবর্গ ঋষি। পর্যায়ক্রমে তাঁহারাই দেবতা।

১। (অগ্নি হবির্বহন কার্য্যে উত্ত্যক্ত হইয়া জলে লুক্কায়িত হইয়াছিলেন, তাঁহার প্রতি দেবতাদিগের উক্তি)–হে অগ্নি! তুমি প্রকাণ্ড ও স্থূল আচ্ছাদনে বেষ্টিত হইয়া জলে প্রবেশ করিয়াছিলে। হে জাতবেদা অগ্নি! তোমার যে সমস্ত নানা প্রকার দেহ আছে, কেবল একজন মাত্র দেবতা তাহা দেখিতে পাইয়াছেন।

২। (অগ্নির উক্ত)–কে আমাকে দেখিয়াছে? তিনি কোন দেবতা, যিনি আমার নানা প্রকারের দেহ দেখিতে পাইয়াছেন? হে মিত্র! হে বরুণ! অগ্নির সেই সকল দীপ্যমান ও দেবতাসম্মিলনকারী দেহগুলি কোথা রহিয়াছে, বল দেখি?।

৩। (দেবতাদিগের উক্তি)–হে জাতবেদা অগ্নি! নানা মূর্তিতে জল মধ্যে ও ওষধি মধ্যে তুমি প্রবিষ্ট হইয়াছ, তোমাকে আমরা অন্বেষণ করিতেছি, হে বিচিত্ৰকিরণধারি! তোমাকে যম দেখিয়া চিনিয়াছেন, তিনি দেখিয়াছেন যে, তুমি তোমার দশস্থান অপেক্ষাও অধিকতর দীপ্তি পাইতেছ (১)।

৪। (অগ্নির উক্তি)—হে বরুণ! আমি হোতার কার্য্য হইতে ভয় পাইয়া চলিয়া আসিয়াছি, আমার ইচ্ছা যে, দেবতারা আর আমাকে হোতার কাৰ্য্যে নিযুক্ত না করেন। এই নিমিত্ত আমার দেহ গুলি নানা স্থানে প্রবেশ করিয়াছে, আমি অগ্নি, আর ঐ কাৰ্য্য করিতে ইচ্ছুক নহি।

৫। (দেবতাদিগের উক্তি)—এস অগ্নি! দেবপূজক মনুষ্য যজ্ঞ করিতে ইচ্ছা করিয়াছে। সে অলঙ্কার, অর্থাৎ যজ্ঞের সকল আয়োজন করিয়াছে, তুমি কিন্তু অন্ধকারে অর্থাৎ গুপ্তস্থানে রহিলে। দেবতাদিগের নিকট হোমের দ্রব্য যাইবার জন্য সুগম পথ করিয়া দাও। প্রসন্ন চিত্ত হইয়া হোমের দ্রব্য বহন কর।

৬। (অগ্নির উক্তি)–অগ্নির পূর্বতন ভাতাগণ, যেমন রথী দূরপথ পৰ্য্যটনে প্রবৃত্ত হয়, তদ্রূপ এই কার্যে ব্রতী হইয়া বিনষ্ট হইয়াছে। হে বরুণ! এই নিমিত্ত ভয়প্রযুক্ত, আমি দুরে চলিয়া আসিয়াছি। যেরূপ শ্বেত হরিণ ধনুকের গুণ দেখিলে বাণের ভয় প্রাপ্ত হয়, তদ্রুপ আমি উদ্বিগ্ন হইয়াছি।

৭। (দেবতাগণ)–হে জাতবেদা অগ্নি! তোমাকে আমরা অনন্ত পরমায়ু দিতেছি, তাহা হইলে তোমার আর মৃত্যু ভয় নাই। অতএব হে কল্যাণ মূর্তি! প্রসন্ন চিত্ত হইয়া দেবতাদিগের নিকট ভাগে ভাগে হব্য বহন কর।

৮। (অগ্নি)–হে দেবগণ! যজ্ঞের প্রথম হবির্ভাগ এবং শেষ হবির্ভাগ ( প্রযাজ ও অনুযাজ) এবং অতি বিপুল ভাগ আমাকে দাও এবং জলের সার ভাগ ঘৃত এবং ওষধ হইতে উৎপন্ন প্রধান ভাগ এবং অগ্নির দীর্ঘ পরমায়ুবিধান কর।

৯। (দেবতাগণ) –প্রযাজ ও অনুযাজ তোমারই হউক। অতি বিপুল ও অসাধারণ হবির্ভাগ তুমি পাইবে। এই সমুদায় যজ্ঞ তোমারই হউক। চারি দিক তোমার নিকট নত হউক।

————

(১) অগ্নির দশ স্থান যথা—পৃথিবী প্রভৃতি তিন ভুবন, অগ্নি, বায়ু, ও আদিত্য, তিন দেবতা, জল, ওষধি, ও বনস্পতি এবং প্রাণির শরীর এই দশ। সায়ণ।