ঋগ্বেদ ১০।০৭৮

ঋগ্বেদ ১০।০৭৮
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ৭৮
ঋষি ও দেবতা পূর্ববৎ।

১। মরুৎগণ স্তোতাদিগের মত উত্তম উত্তম স্তবের ধ্যান করিতে পারেন, যাহারা যজ্ঞদ্বারা দেবতাদিগকে পরিতৃপ্ত করে, সেই যজমানদিগের ন্যায় উত্তম কাৰ্য করেন, রাজাদিগের ন্যায় তাঁহারা সুশ্রী ও চিত্ৰবিচিত্র মুর্তি ধারণ করেন, গৃহস্বামীদিগের ন্যায় তাহারা নিষ্পাপ।

২। অগ্নির ন্যায় তাঁহাদিগের দীপ্তি; তাহাদিগের বক্ষস্থলে যেন স্বর্ণালঙ্কার শোভা পাইতেছে; তাহারা বায়ুর ন্যায় নিজে সজ্জিত হইয়া তৎক্ষণাৎ গমন করেন; তাহারা অভিজ্ঞ ব্যক্তির ন্যায় প্রধান হয়েন এবং উত্তম নেতার কার্য করেন, তাহারাসোমরসের ন্যায় সুন্দর সুখ বিধান করেন এবং যজ্ঞে গমন করেন।

৩। তাহারা বায়ুর ন্যায় যাইতে যাইতে কম্পিত করিয়া যান, অগ্নি জিহ্বার ন্যায় চাকচিক্যময় হয়েন, কবচধারীযোদ্ধাদিগের ন্যায় বীরত্ব করেন; পিতৃলোকদিগের স্তবের ন্যায় সুফল দান করেন।

৪। তাঁহারা রথচক্রের অরসমূহের ন্যায় এক নাভি, অর্থাৎ এক আশ্রয় ধরিয়া আছেন, বিজয়ী বীরের ন্যায় দীপ্তিশালী, দান করিতে উদ্যত মনুষ্য দিগের ন্যায় জলবিন্দু সেক করেন । স্তুতিবাক্য উচ্চারণকারীদিগের ন্যায় সুন্দর শব্দ করেন।

৫। তাহারা ঘোটকদিগের ন্যায় সর্বশ্রেষ্ঠ দ্রুতগামী। রথারূঢ় ধন স্বামীদিগের ন্যায় উত্তম দান করেন। তাহারা নদীর ন্যায়নিম্ন দিকে জল লইয়া যান, অঙ্গিরাদিগের ন্যায় যেন সাম গান করেন; তাঁহাদিগের মূর্তি নানাবিধ।

৬। জল প্রেরণকারী মেঘের ন্যায় তাহারা নদী নির্মাণ করেন। বিদীর্ণ কারী অস্ত্রশস্ত্রের ন্যায় সকলি তাঁহারা ধ্বংস করেন। বংসল মাতার শিশু দিগের ন্যায় তাহারা ক্রীড়া করেন। বহুলোকসমূহের ন্যায় তাঁহারা দীপ্তি সহকারে গমন করেন।

৭। প্রভাতের কিরণের ন্যায় তাহারা যজ্ঞ আশ্রয় করেন, বিবাহাৰ্থ বরের ন্যায় তারা অলঙ্কার ধারণপূর্বক শোভাযুক্ত হয়েন; নদীর ন্যায় তাহারা ক্রমাগত চলিয়াছেন, তাহাদিগের অস্ত্র শস্ত্র চাকচিক্য প্রকাশ করিতেছে, দুর পথের পথিকের ন্যায় তাহারা বহুযোজন পথ অতিক্রম করেন।

৮। হে মরুৎদেবতাগণ! আমরা স্তবের দ্বারা তোমাদিগকে সংবর্ধনা করিতেছি, আমাদিগকে উৎকৃষ্ট ভাগ দাও, উৎকৃষ্ট রত্ন দাও; স্তবের অনুরোধে বন্ধুত্ব কর। চিরকালই তোমরা রত্ন বিতরণ করিয়া থাক।