ঋগ্বেদ ১০।০৭৯

ঋগ্বেদ ১০।০৭৯
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ৭৯
অগ্নি দেবতা। সপ্তি ঋষি।

১। এই অগ্নি অমর, মরণ ধৰ্মাক্রান্ত মনুষ্যদিগের মধ্যে ইহার মহত্ব দেখিতেছি। ইহার হনু দুটী নানামুর্তি ও পরিপূর্ণাকৃতি। ইহারা পরিপূর্ণ হইতেছে এবং চর্বণ না করিয়া বিস্তর বস্তু আহার করিতেছে।

২। ইহার মস্তক নিভৃতস্থানে আছে, দুই চক্ষুও ভিন্ন ভিন্ন স্থানে, ইনি চর্বণ না করিয়া কেবল জিহ্বাদ্বারা কাঠসমূহ ভোজন করিতেছেন, মনুষ্যদিগের মধ্যে অনেকগুলি লোক হস্ত উন্নত করিয়া নমোবাক্য বলিতে বলিতে ইহার নিকট আসিয়াইহার আহার যোগাইতেছে।

৩। এই অগ্নিরূপী বালক আপনার মাতা পৃথিবীর উপর অগ্রসর হইয়া প্রকান্ড প্রকাণ্ড লতাগুলি গ্রাস করিতে যান, তাহাদিগের অপ্রকাশ মূল পৰ্য্যন্ত ভক্ষণ করে। পৃথিবীর উপর যে গগনস্পর্শী বৃক্ষ আছে, তাহাকে ইনি পক্ক অন্নের ন্যায়গ্রহণ করিলেন, তাহার জিহ্বাস্পর্শে বৃক্ষ প্রজ্বলিত হইল।

৪। হে দ্যাবাপৃথিবী! আমি তোমাদিগকে এই কথা সত্য কহিতেছি এই বালক জাতমাত্র আপনার দুই মাতাকে গ্রাস করে, অর্থাৎ অরণিদ্বয় হইতে জন্মিয়া তাহাদিগকেই দগ্ধ করে। আমি মনুষ্য, অগ্নি দেবতা, ইহার বিষয়ে আমি অনভিজ্ঞ, তিনি উৎকৃষ্ট জ্ঞানসম্পন্ন, কি জ্ঞানহীন, তাহা আমি জানি না।

৫। যে ব্যক্তি এই অগ্নিকে শীঘ্র শীঘ্র অন্নদান করে, গব্যঘৃত ও অন্যান্য ঘৃত হোম করে, ইহার পুষ্টি সাধন করে, অগ্নি সহস্র চক্ষে তাহার উপর দৃষ্টি রাখেন। হে অগ্নি! তুমি তাহার প্রতি সর্বপ্রকারে অনুকূল থাক।

৬। হে অগ্নি! তুমি কি দেবতাদিগের মধ্যে কোন অপরাধ পাইয়া ক্রোধ ধারণ করিয়াছ? আমি জানি না, এই জন্যতোমাকে একথা জিজ্ঞাসা করিতেছি? যেমন খড়গদ্বারা কোন গাভীকে খণ্ড খণ্ড করিয়া ছেদন করে, তদ্রুপ তুমি ক্রীড়াকর, আর না কর, কিন্তু তুমি উজ্জ্বল হইয়া তোমার আহারীয়দ্রব্য ভোজনকালে পর্বে পর্বে উহা কর্তন কর (১)।

৭। এই অগ্নি বনে জন্মিয়া এত দ্রুতবেগে অগ্রসর হইতেছেন, যেন সরল রজ্জুদ্বারা বন্ধনপূর্বক দ্রুতগামী কতকগুলিঘোটক রথে যোজনা করিয়াছেন, এই বন্ধু কাষ্ঠস্বরূপ ধন পাইয়া বৃহৎ হইয়া উঠিয়াছেন এবং সকলি চূর্ণ করিতেছেন, ইনি বৃক্ষ গ্রাস করতঃ বৃদ্ধিপ্রাপ্ত হইয়া বিপুলমূৰ্ত্তি হইয়াছেন।

————

(১) মূলে এইরূপ আছে “অত্রবে অদন, বিপর্বশঃ চর্কত গাং ইব অসিঃ।“ খাদ্যের জন্য গাভী পর্বে পর্বে কাটা হইত, তাহা এই ঋক হইতে অনুমিত হয়।