ঋগ্বেদ ০৬।১১

ঋগ্বেদ সংহিতা ।  ৬ মণ্ডল । ১১ সুক্ত

অগ্নি দেবতা। ভরদ্বাজ ঋষি ।

১। হে দেবগণের আহ্বানকারী, যজমানশ্রেষ্ঠ অগ্নি ! আমরা তোমাকে প্রার্থনা করিতেছি, তুমি সম্প্রতি আমাদিগের এই আরব্ধ যজ্ঞে শত্রুবিজয়ী মরুৎগণের যাগ কর এবং মিত্র, বরুণ, নাসত্যদ্বয় স্বৰ্গ ও পৃথিবীকে আমাদিগের যাগার্থ আনয়ন কর ।

২ । হে অগ্নি ! তুমি স্তুত্যতম, আমাদিগের প্রতি বিদ্বেষবিহীন এবং দানাদি গুণসম্পন্ন ; তুমি মনুষ্য মধ্যে প্রবৃত্ত যজ্ঞে দেবগণকে আহ্বান কর। হে অগ্নি ! তুমি হব্য বহনপূর্বক শুদ্ধি বিধায়ক শিখ সহকারে দেবগণের মুগ্ধস্বরূপ নিজ দেবগণের নিকট সমর্পণ কর।

৩ । হে অগ্নি ! ধনের কারণ ভূত স্তোত্র নিরন্তর তোমার প্রতি উচ্চারিত হয়, কারণ, তোমার আবির্ভাব হইলে ঘজমান দেবগণের যজ্ঞ সাধনার্থ সমর্থ হয়, তখন অঙ্গিরা ঋষিগণের মধ্যে সমধিক স্তবকারী, মেধাবী ভরদ্বাজ যজ্ঞে উন্নাম কারক স্তোত্র উচ্চারণ করেন।

৪ । পরিপক্ক বুদ্ধি, দীপ্তিমান অগ্নি সম্যকৃরূপে শোভা পাইতেছেন। তুমি শোভন হব্যসম্পন্ন, পঞ্চ জন(১) হব্য প্রদানপূর্বক মৰ্ত্ত্য অতিথির ন্যায় তোমাকে অন্নদ্বারা পরিতৃপ্ত করে, তুমিও বিস্তার্ণ স্বর্গ ও পৃথিবীকে হব দ্বারা পূজা কর ।

৫ । যৎকালে অগ্নি সমীপে হব্যসহকারে কুশ আহৃত হয় এবং দোষবজিত স্বতপূর্ণ ক্রক কুশোপরি আনীত হয়, তখন ভূমির উপর তোমার আধারভূত বেদি রচিত হয় এবং স্বর্ষ্যে যেরূপ তেজোরাশি সমবেত হয় তদ্রুপ যজমান কর্তৃক যাগকাৰ্য্য সমাশ্রিত হয়।

৬। হে বহুশিখাসম্পন্ন, দেবগণের আহ্বানকারী অগ্নি ! তুমি দীপ্তিশালী অগ্নি সহকারে প্রদীপ্ত হইয়া আমাদিগকে ধন প্রদান কর ; হে শক্তি পুত্ৰ ! আমরা যেন তোমাকে হব্যদ্বার সমাচ্ছন্ন করিয়া শক্রবৎ পাপ হইতে মুক্ত হই।

—————–
(১) মূলে “পঞ্চ জনাঃ” আছে।