ঋগ্বেদ ০৬।৪৩
ঋগ্বেদ সংহিতা । ৬ষ্ঠ মণ্ডল । সূক্ত ৪৩
ইন্দ্র দেবতা। ভরদ্বাজ ঋষি।
১। হে ইন্দ্র! সে সোমরস পানজনিত উল্লাসে তুমি দিবোদাসের নিমিত্ত শম্বরকে বশীভূত করিয়াছিলে, সেই সোমরস তোমার জন্য অভিযুত হইয়াছে। অ তএব তুমি ইহা পান কর।
২। হে ইন্দ্র! যখন সোমের মাদকরস প্রত্যুষে, মধ্যাহ্নে অথবা অন্তে অভিযুত হয়, তখন তুমি ইহা ধারণ কর। সেই সোমরস তোমার জন্য অভিযুত হইয়াছে। অতএব তুমি ইহা পান কর।
৩। হে ইন্দ্র! যে সোমের মাদকরস পান করিয়া তুমি পৰ্ব্বত মধ্যে দৃঢ়ভাবে বদ্ধ গোগণকে মুক্ত করিয়াছিলে, সেই সোমরস তোমার জন্য অভিযুত হইয়াছে। অতএব তুমি ইহা পান কর।
৪। হে ইন্দ্র! যে সোমরূপ অন্নের রসপানে উল্লাসিত হইয়া তুমি ঐন্দ্র বলধারণ করিতেছ, সেই এই সোমরস তোমার জন্য অভিযুত হইয়াছে। অতএব তুমি ইহা পান কর।