ঋগ্বেদ ০৬।৩৭
ঋগ্বেদ সংহিতা । ৬ষ্ঠ মণ্ডল । সূক্ত ৩৭
ইন্দ্র দেবতা। ভরদ্বাজ ঋষি।
১। হে প্রচণ্ড বলশালী ইন্দ্র! তোমার রথনিযোজিত অশ্বগণ আমাদিগের সন্মুখে হৃদয় বিশ্ববন্দনীয় রথ আনায়ন করুক, কারণ ত্বদেকাগ্রত্ত স্তোতা ভরদ্বাজ তোমাকে আহ্বান করিতেছে। অদ্য যেন আমরা তোমার সহিত উল্লাসিত ইষ্টয়া সমৃদ্ধি সম্পন্ন হই।
২। হরিতবর্ণ সোমরস আমাদিগের যজ্ঞে প্রবাহিত হইতেছে এবং পূত হইয়া সরলভাবে কলস মধ্যে প্রবেশ করিতেছে। পুরাতন, দীপ্তিসম্পন্ন, মত্ততবিধায়ক সোমরসের অধীশ্বর ইন্দ্ৰ যেন আমাদিগের এই সোমরস পান করেন।
৩। সৰ্ব্বত্র গমনশীল, সরলগতি, রথযোজিত অশ্বগণ বলশালী ইন্দ্রকে দৃঢ়চক্র রথে করিয়া যেন আমাদিগের যজ্ঞে আনয়ন করে। অমৃতময় সোমরস যেন বায়ুতে শুস্ক না হয়।
৪। নিরতিশয় বলশালী, বিবিধ মহৎকার্য্যের অনুষ্ঠানকারী ইন্দ্র ধনসম্পন্নগণের মধ্যে এই ঘজমানকে দক্ষিণ প্রেরণ করেন। হে বজুধর! তুমি ভদ্বারা পাপ নাশ কর, হে শক্রবিজয়ী! তদ্দ্বারা তুমি ধনরাশি ও স্তবকারী পুত্র সকলও প্রদান কর।
৫। ইন্দ্র স্থিতিশীল খাদ্য প্রদান করুন। সমধিক তেজঃসম্পন্ন ইন্দ্র আমাদিগের স্তুতিদ্বারা বদ্ধিত ইউন। শক্র নিহন্তা ইন্দ্র বিশিষ্টরূপে বুত্র সংহার করুন। উত্তেজক সেই ইন্দ্র ত্বরান্ধি ন হইয়া আমাদিগকে সেই সমস্ত ধন প্রদান করুন।