ঋগ্বেদ ০৯।০৪৯

ঋগ্বেদ ০৯।০৪৯
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৪৯
ঋষি ও দেবতা পূর্ববৎ।

১। হে সোম! চতুর্দিকে বৃষ্টিবারি বর্ষণ কর। নভোমণ্ডলের সর্বত্র জলের তরঙ্গ আনয়ন কর। অক্ষয় অন্নের মহা ভাণ্ডার উপস্থিত কর।

২। হে সোম! তুমি সেই ধারাতে ক্ষরিত হও, যাহাতে বিপক্ষ দেশজাত গোধন সকল অম্মদ ভবনে আসিয়া উপনীত হয়।

৩। হে সোম! তুমি দেবতাগণের সমাগম প্রার্থী, অতএব যজ্ঞেতে ঘৃতধারা ক্ষরণ কর। আমাদিগের নিকট বৃষ্টি উপস্থিত কর।

৪। হে সোম! তুমি নিস্পীড়নদ্বারা উৎপন্ন হইয়াছ, এক্ষণে ধারারূপে ক্রমাগত কুশময় পবিত্রের দিকে বহমান হও, তাহাতেই আমাদিগের অন্ন হইবে।তোমার ক্ষরণের ধ্বনি দেবতারা শ্রবণ করুন।

৫। ঐ সোম ক্ষরিত হইতে হইতে প্রবাহিত হইলেন, রাক্ষসবর্গকে বিনাশ করিলেন, তাহার চির পরিচিত জ্যোতিঃপুঞ্জ চতুর্দিকে বিকীর্ণ হইল।